![বাগমারায় চালু হচ্ছে স্মার্ট এ্যাডুকেশন সেন্টার](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/02/28/abnews-24.b_127964.jpg)
বাগমারা (রাজশাহী), ২৮ ফেব্রুয়ারি, এবিনিউজ : রাজশাহীর বাগমারা উপজেলায় স্থানীয় সাংসদ ইঞ্জিনিয়ার এনামুল হকের প্রচেষ্টায় সালেহা-ইমারত ফাউন্ডেশনের উদ্যোগে চালু হচ্ছে স্মার্ট এ্যাডুকেশন সেন্টার। আগামী শনিবার সকাল ১০ টায় বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর কমপ্লেক্সে অডিটরিয়ামে প্রধান অতিথি হিসেবে স্মার্ট এ্যাডুকেশন সেন্টারের উদ্বোধন করবেন ইঞ্জিনিয়ার এনামুল হক। এদিকে স্মার্ট এ্যাডুকেশন সেন্টারের শুভ উদ্বোধন উপলক্ষে উপজেলার বিভিন্ন স্কুল কলেজে গিয়ে বিষয় ভিত্তিক বিশেষজ্ঞদের দিয়ে দেয়া হচ্ছে শিক্ষার্থীদের বাস্তব জীবনে নানা প্রয়োজনীয় বিষয় সম্পর্কে পূর্ব ধারণা।
বুধবার মোহনগঞ্জ ডিগ্রী কলেজে শিক্ষার্থীদের উদ্বোধনী অনুষ্ঠানে অংশ গ্রহণের লক্ষ্যে একটি প্রোগ্রাম করা হয়। এসময় উপস্থিত ছিলেন কলেজের উপাধ্যক্ষ নুরুল হুদা, সহকারী অধ্যাপক মুন্তাজ আলী, আনিসুর রহমান, নুরু সাফা মোহম্মাদ লতিফ, প্রভাষক কাউসার রহমান, প্রতাপ চন্দ্র সরকার, শীতেন্দ্রনাথ সহ কলেজের শিক্ষক-শিক্ষার্থী ও কর্মচারীবৃন্দ। স্মার্ট এ্যাডুকেশন সেন্টারে স্পোকেন ইংলিশ, বেসিক রাইটিং, বিসিএস সহ সব চাকুরির প্রস্তুতি নেয়ার সুযোগ। উক্ত স্মার্ট এ্যাডুকেশন সেন্টারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং শিক্ষার্থী, বিসিএস ক্যাডার সহ ব্রিটিশ কাউন্সিল থেকে সনদ প্রাপ্ত শিক্ষকগণ ক্লাস নেবেন।
এবিএন/শামীম রেজা/জসিম/তোহা