শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ২ ফাল্গুন ১৪৩১
logo
  • হোম
  • সারাদেশ
  • বদলগাছীতে গৃহবধূর রহস্য জনক মৃত্যু, স্বামী পলাতক

বদলগাছীতে গৃহবধূর রহস্য জনক মৃত্যু, স্বামী পলাতক

বদলগাছীতে গৃহবধূর রহস্য জনক মৃত্যু, স্বামী পলাতক

বদলগাছী (নওগাঁ), ২৮ ফেব্রুয়ারি, এবিনিউজ : নওগাঁর বদলগাছীতে বিদেশ ফেরৎ এক গৃহবধুর রহস্য জনক মৃত্যু ঘটেছে। এ ঘটনায় স্বামী পলাতক রয়েছে। পুলিশ ও গ্রামবাসী সুত্রে জানা যায়, উপজেলার জিধিরপুর গ্রামের ইসমাইল হোসেন প্রায় ৭ বৎসর আগে পার্শ্ববর্তী পত্নীতলা উপজেলার কুন্দন গ্রামের সাইদুর রহমানের মেয়ে মুনি বেগম কে দ্বিতীয় বিয়ে করে। বিয়ের পর থেকে সতিনের সংসারে বনিবনা না হওয়ায় উপজেলা সদর মহিলা ডিগ্রী কলেজের নিকট একটি বাড়িতে প্রায় ৩ বৎসর ও পিন্ডিরা গ্রামের ইসমাইলের বাসায় একটি রুম ভাড়া নিয়ে প্রায় ১ বৎসর যাবৎ বসবাস করে আসছিল।

এর মাঝে প্রায় ৭/৮ মাস পূর্বে মুনি বেগম গৃহকর্মি হিসেবে সৌদিআরবে যান। কিন্তু দালালদের ভুয়া ভিসার করনে গৃহবধূ মুনি বেগম দেশে ফিরে এসে পুন:রায় সৌদিআরব যাওয়ার জন্য গত প্রায় ২ মাস যাবৎ ঢাকায় প্রশিক্ষণ গ্রহন শেষে গত ২৭ ফেব্রুয়ারী মঙ্গলবার দুপুরে বদলগাছী পিন্ডিরা গ্রামের ওই ভাড়া বাসায় ওঠেন। এর পর হঠাৎ করে ওই রাত আনুমানিক ১২ টার সময় বৈদ্যুতিক মোবাইল চার্জারে জড়িয়েছে বলে স্বামী ইসমাইল চিৎকার চেচামেচি করে উঠেন। কিছুক্ষন পর ইসমাইল একটি সিএনজি করে তার স্ত্রী মুনি বেগমকে বদলগাছী স্বাস্থ্যকমপ্লেক্সের জরুরী বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষনা করেন। মুনি বেগমকে মৃত ঘোষনা করলে ইসমাইল তার ভাড়া বাসার অদুরে একটি খলিয়ানে তার স্ত্রীর লাশ ফেলে রেখে পালিয়ে যায়।

খবর পেয়ে গতকাল বুধবার সকাল ১০ টায় বদলগাছী থানার অফিসার ইনচার্জ জালাল উদ্দীন, ওসি (তদন্ত) শাহিনুর আলম ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেন এবং বৈদ্যুৎতিক মোবাইল চার্জার ও তার জব্দ করেন। এ ঘটনায় অতিরিক্ত পুলিশ সুপার আশরাফুল আলম ঘটনাস্থল পরিদর্শন করেন।

উক্ত ঘটনায় মুনি বেগম এর বাবা সাইদুর রহমান জানান, তার মেয়েকে বিয়ে দেওয়ার পর থেকে তার জামাই ইসমাইল হোসেন তাকে ঠিক মত দেখা শুনা ও ভরণ পোষন করত না এবং মাঝে মধ্যেই স্বামী-স্ত্রী দুজনের মধ্যে ঝগড়া বিবাদ লেগেই থাকত। তার দাবী ওই দিন দুপুরে তার মেয়ে মুনি বেগম ঢাকা থেকে ফিরে আসলো আর ওই রাতেই তার মৃত্যু ঘটলো বিষয়টি রহস্য জনক। আমার মেয়ে মুনি বেগমকে অবশ্যই বৈদ্যুতিক তারে শক দিয়ে মেরে ফেলা হয়েছে। আমি থানায় হত্যা মামলা দায়ের করবো।

এ ঘটনায় বদলগাছী থানা অফিসার ইনচার্জ জালাল উদ্দীন জানান, যেহেতু মুনি বেগম এর মৃত্যুটি রহস্যজনক বলে মনে হচ্ছে সেহেতু থানায় হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

এবিএন/হাফিজার রহমান/জসিম/তোহা

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত