![ফুলবাড়ীতে ফাঁস দিয়ে গৃহবধূর আত্মহত্যা](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/02/28/abnews-24.bbbbb_127968.jpg)
ফুলবাড়ী (কুড়িগ্রাম), ২৮ ফেব্রুয়ারি, এবিনিউজ : কুড়িগ্রামের ফুলবাড়ীতে পারিবারিক কলহের জের ধরে আকলিমা বেগম(৩৮) নামের এক গৃহবধূ গাছের ডালের সাথে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। গতকাল মঙ্গলবার রাতে উপজেলার ভাঙ্গামোড় ইউনিয়নের রাঙ্গামাটি গ্রামে এ ঘটনা ঘটে। তিনি ওই গ্রামের জুয়েল হোসেনর স্ত্রী।
এলাকাবাসী জানায় , রাতে স্বামী জুয়েলের সাথে স্ত্রী আকলিমা বেগমের পারিবারিক বিষয়ে ঝগড়া হয়। এতে অভিমান করে আকলিমা গভীর রাতে সকলের অজান্তে বাড়ীর সামনের জিগা গাছের ডালের সাথে গলায় রশি পেচিয়ে ফাঁস দিয়ে আত্মহত্যা করে। সকালে ঘুম থেকে জেগে স্বজনরা লাশ ঝুলতে দেখে পুলিশে খবর দেয়। ভাঙ্গামোড় ইউপি চেয়ারম্যান লুৎফর রহমান বাবু ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
এবিএন/বিশ্বনাথ রায়/জসিম/তোহা