শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ২ ফাল্গুন ১৪৩১
logo

ফুলবাড়ীতে গাঁজাসহ ২ নারী ব্যবসায়ী আটক

ফুলবাড়ীতে গাঁজাসহ ২ নারী ব্যবসায়ী আটক

ফুলবাড়ী (কুড়িগ্রাম), ২৮ ফেব্রুয়ারি, এবিনিউজ : কুড়িগ্রামের ফুলবাড়ীতে গাঁজাসহ ২ নারী মাদক ব্যবসায়ীকে পুলিশ আটক করেছে। আজ বুধবার সকাল ১১টার দিকে উপজেলার ফুলবাড়ী ডিগ্রী কলেজ সংলগ্ন রাস্তা থেকে ফুলবাড়ী থানার এসআই মহুবর রহমান সহ পুলিশ সদস্যরা তাদের আটক করেন। এসময় তাদের কাছ থেকে ২ কেজি গাঁজা জব্দ করা হয়।

আটককৃতরা হলেন, উপজেলার যোতিন্দ্র নারায়ন গ্রামের শহীদ আলীর মেয়ে রাহেনা বেগম (৪৫) ও চর যোতিন্দ্র নারায়ন গ্রামের ছফর আলীর স্ত্রী ববিতা বেগম (৩৫)।

ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) খন্দকার ফুয়াদ রুহানী জানান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আটকদের জেল হাজতে পাঠানো হয়েছে।

এবিএন/বিশ্বনাথ রায়/জসিম/তোহা

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত