বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১ ফাল্গুন ১৪৩১
logo

আড়াইহাজারে শিক্ষককের পিটুনিতে ছাত্র আহত

আড়াইহাজারে শিক্ষককের পিটুনিতে ছাত্র আহত

আড়াইহাজার (নারায়ণগঞ্জ), ২৮ ফেব্রুয়ারি, এবিনিউজ : নারায়ণগঞ্জের আড়াইহাজারে ফয়সাল নামে সপ্তম শ্রেণির এক শিক্ষার্থীকে পিটিয়ে আহত করেছেন শিক্ষক মুসা মিয়া। জানা গেছে, সোমবার বিদ্যালয়ে বিরতি দেওয়ার পর বাড়িতে গিয়ে আর ফিরেনি। গতকাল মঙ্গলবার বিদ্যালয়ে উপস্থিত হলে ইংরেজি শিক্ষক মুসা অসুস্থ্য ফয়সালকে বেধরক বেত্রারাঘাত করে গুরুতর আহত করেন। পরে শিক্ষার্থীকে উদ্ধার করে পরিবারের লোকজন স্থানীয়ভাবে চিকিৎসা করান। সে স্থানীয় জাঙ্গালিয়া এলাকার হাবিবুর রহমানের ছেলে।

শিক্ষার্থীর মা নার্গিস জানান, ফয়সাল জাঙ্গালিয়া উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র। সে সোমবার বিদ্যালয়ের বিরতীর পর আর ফিরে আসেনি। পরের দিন মঙ্গলবার বিদ্যালয়ে উপস্থিত হলে বিকালে ইংরেজি শিক্ষক মুসা মিয়া তাকে বেধরক বেত্রারাঘাত করে মারত্মকভাবে আহত করেন। পরে তাকে উদ্ধার করে স্থানীয় সেবা কেন্দ্রে চিকিৎসা দেওয়া হয়। জানা গেছে, তিনি খন্ডকালীন ইংরেজী শিক্ষক।

প্রধান শিক্ষক জাহেদুল হক জানান, শিক্ষার্থী ফয়সালে পেটানো ঘটনাটি অমানবিক। বিষয়টি মধ্যে স্কুল কর্তৃপক্ষ ও শিক্ষার্থীর অভিভাবকদের সাথে বসে স্থানীয়ভাবে মিমাংসা করার কথা রয়েছে। উচ্চ মাধ্যমিক শিক্ষা অফিসার আবু তালেব জানান, এ ব্যাপারে আমার কিছুই জানা নেই। তবে এবিষয়ে আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে কথা বলে ব্যবস্থা নিব।

তবে শিক্ষক মুসার সাথে যোগাযোগ করার চেষ্টা করে তাকে পাওয়া যায়নি। বিদ্যালয় পরিচালনা কমিটির দাতা সদস্য বেনজীর আহম্মেদ বেনু জানান, শিক্ষার্থীকে পেটানো বিষয়টি বুধবার বিকালে স্থানীয় স্থানীয় পর্যায়ে বিচার-শাসিল করার কথা রয়েছে।

এবিএন/এম এ হাকিম ভূঁইয়া/জসিম/তোহা

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত