লালপুর (নাটোর), ২৮ ফেব্রুয়ারি, এবিনিউজ : জাটকা সংরক্ষণ সপ্তাহ-২০১৮ উদযাপন উপলক্ষে সপ্তাহব্যাপী নানা কর্মসূচির অংশ হিসেবে আজ বুধবার লালপুর পদ্মা নদীতে উপজেলা মৎস্য দপ্তরের আয়োজনে জেলেদের সাঁতার প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। সাঁতার প্রতিযোগিতায় ১ম স্থান অধিকার করেন জেলে রিন্টু আলী। এছাড়া জেলে মিঠু ২য়, সজল আলী ৩য়, হেলাল উদ্দিন ৪র্থ ও আনছার আলী ৫ম স্থান অধিকার করেন।
ঈশ্বরদী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আমিনুল ইসলাম জয়ের সভাপতিত্বে সাঁতার পরবর্তী পুরষ্কার বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) আবু ওবায়েদ। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা দীন মো. আসাদুল্লাহ, লালপুর উপজেলা প্রেসক্লাবের সাধারন সম্পাদক মোয়াজ্জেম হোসেন, উপজেলা মৎস্য দপ্তরের অফিস সহকারী আবুল বাশার প্রমুখ।
এবিএন/মোয়াজ্জেম হোসেন/জসিম/তোহা