![লালপুরে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ মেলার উদ্বোধন](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/02/28/abnews-24.bbbbbbbbbb_127974.jpg)
লালপুর (নাটোর), ২৮ ফেব্রুয়ারি, এবিনিউজ : ‘মেধাই সম্পদ, বিজ্ঞান ও প্রযুক্তিই ভবিষ্যৎ ’- প্রতিপাদ্যকে সামনে রেখে নাটোরের লালপুর উপজেলা প্রশাসনের আয়োজনে ২ দিন ব্যাপী ৩৯ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলা- ২০১৮ এর শুভ উদ্বোধন আজ বুধবার উদ্বোধন করা হয়।
নর্থ বেঙ্গল সুগার মিলস্ উচ্চ বিদ্যালয় হলরুমে উপজেলা নির্বাহী অফিসার নজরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লালপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান হারুনার রশিদ পাপ্পু, নর্থ বেঙ্গল সুগার মিলের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী মিজানুর রহমান, লালপুর উপজেলা কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আনছারুল হক, লালপুর থানা ওসি আবু ওবায়েদ, লালপুর উপজেলা আওয়ামীলীগের সভাপতি আফতাব হোসেন ঝুলফু, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এস এম আসাদুজ্জামান প্রমুখ। উদ্বোধন শেষে মেলার বিভিন্ন স্টল ঘুরে দেখেন অতিথিগণ।
এবিএন/মোয়াজ্জেম হোসেন/জসিম/তোহা