শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ২ ফাল্গুন ১৪৩১
logo

বোদায় বৃদ্ধি পাচ্ছে পিয়াজ চাষ

বোদায় বৃদ্ধি পাচ্ছে পিয়াজ চাষ

বোদা (পঞ্চগড়), ২৮ ফেব্রুয়ারি, এবিনিউজ : পঞ্চগড়ের বোদায় দিন দিন পিয়াজ চাষ বৃদ্ধি পাচ্ছে। এ উপজেলার কৃষকরা পিয়াজ চাষে বেশী আগ্রহী হয়ে উঠেছে। গত বছর বাজারে পিয়াজের দাম বৃদ্ধি পাওয়ায় এবার উপজেলায় বিভিন্ন হাট-বাজারে পিয়াজ বীজের দাম বৃদ্ধি পায় বলে অনেক কৃষক জানান। তবে কোন কোন সময় পিয়াজ বীজের সংকট থাকে আবার বীজের মুল্য বেড়ে যায়। সারা বছর বাজারে পিয়াজ চাহিদা থাকায় কৃষকরা এই পিয়াজ চাষের দিকে দিন দিন আগ্রহী হচ্ছে বলে জানা গেছে।

কৃষককের সাথে কথা বলে আরো জানা যায়, পিয়াজ চাষ বেশি হলে বাজারের চাহিদা কমে যাবে। আর চাহিদা বেড়ে গেলে বাজারে পিয়াজ দাম দ্বিগুন হয়। আর তখন বাজার নিয়ন্ত্রন করতে সরকারকে বিদেশ থেকে পিয়াজ আনতে হয়। এ ব্যাপারে উপজেলা কৃষি অফিসার মো. আল মামুন অর রশিদ জানান, চলতি মৌসুমে পিয়াজ চাষের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ১৩০ হেক্টর। কিন্তু লক্ষ্যমাত্রা ছাড়িয়ে ১৬০ হেক্টর অর্জিত হয়েছে। বর্তমানে ও কৃষকরা পিয়াজ এর চারা বুনছেন। বাজারে এখন পিয়াজ এর চারা বিক্রি হচ্ছে।

এবিএন/লিহাজ উদ্দীন মানিক/জসিম/তোহা

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত