বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১ ফাল্গুন ১৪৩১
logo

কাউখালীতে জমি নিয়ে বিরোধের জেরে মা ও ছেলে আহত

কাউখালীতে জমি নিয়ে বিরোধের জেরে মা ও ছেলে আহত

কাউখালী (পিরোজপুর), ২৮ ফেব্রুয়ারি, এবিনিউজ : পিরোজপুরের কাউখালীতে জমি-জমা সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় মা ও ছেলে গুরুত্বর আহত হয়েছে। মামলার বিবরণের জানা যায়, উপজেলা এক নম্বর সয়না রঘুনাথপুর ইউনিয়নের বেতকা গ্রামের শ্রমজীবী হাবিবুর রহমানের সাথে একই গ্রামের মোবাক্ষের সরদার গং এর সাথে বাড়ীর জায়গা নিয়া দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এরই জের ধরে গত সোমবার সকালে হাবিবুর রহমানের স্ত্রী ফাতেমা বেগম নিজের ঘরের বারান্দায় কাজ করছিল।

এসময় পূর্ব পরিকল্পনা মতে আসামী মৃত: আশ্রাফ আলী সরদারের পুত্র মোবাক্ষের সরদার, ছোমেদ সরদার, মোবাক্ষেরের স্ত্রী আকলিমা বেগম ও ছোমেদ সরদারের স্ত্রী মেরিনা বেগম ঐক্যবদ্ধ হয়ে গাছকাটা দাও, ইটের খন্ড, লোহার রড ও লাঠি দ্বারা এলোপাথারী কোপাতে ও পিটাতে থাকে। এসময় আহত ফাতেমার ডাকচিৎকারে ছেলে সাকিব সরদার উপস্থিত হলে তাকেও পিটিয়ে আহত করে। এক পর্যায় স্থানীয়রা আহত মা ও ছেলেকে কাউখালী হাসপাতালে ভর্তি করে। হামলায় ফাতেমা বেগমের মাথা সহ শরীরের বিভিন্ন জায়গায় গুরুত্বর জখম হয়। এঘটনায় কাউখালী থানায় ফাতেমা বেগম বাদীয় হয়ে চারজনকে আসামী করে মামলা দায়ের করে।

এবিএন/সৈয়দ বশির আহম্মেদ/জসিম/তোহা

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত