![কাউখালীতে প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া অনুষ্ঠিত](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/02/28/abnews-24.bbbbbbbbbbbbbbbb_127980.jpg)
কাউখালী (পিরোজপুর), ২৮ ফেব্রুয়ারি, এবিনিউজ : পিরোজপুরের কাউখালীতে ২৯ নম্বর আইরণ জয়কুল সরকারী প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয় । গতকাল মঙ্গলবার বিকালে স্কুল সভাপতি ও জেলা পরিষদের সদস্য শাহাজাদী রেবেকা শাহীন চৈতীর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন, বাংলাদেশ আওয়ামী সমবায়লীগ কেন্দ্রীয় কমিটির সভাপতি মো. আমিনুর রহমান সগির।
বিশেষ অতিথির বক্তব্য দেন, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ কামরুজ্জামান মিঠু, ভাইস চেয়ারম্যান ফাতেমা ইসমিন পপি, উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ সভাপতি এবিএম শাহজাহান, স্কুল প্রধান শিক্ষক মুজাহিদ সেলিম প্রমুখ। সাংস্কৃতিক প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।
এবিএন/সৈয়দ বশির আহম্মেদ/জসিম/তোহা