শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ২ ফাল্গুন ১৪৩১
logo

রাজারহাটে হিরোইনসহ এক যুবক আটক

রাজারহাটে হিরোইনসহ এক যুবক আটক

রাজারহাট (কুড়িগ্রাম), ২৮ ফেব্রুয়ারি, এবিনিউজ : কুড়িগ্রামের রাজারহাট থানা পুলিশ বুধবার হিরোইনসহ এক যুবককে গ্রেপ্তার করে জেল হাজতে প্রেরণ করেছে। পুলিশ জানায়, রাজারহাট-কুড়িগ্রাম সড়কের উপজেলা ভূমি অফিসের সামন থেকে গতকাল মঙ্গলবার রাতে রাজারহাট থানা পুলিশ সন্দেহজনকভাবে আঃ কুদ্দুস(৩২) নামের এক যুবককে আটক করে।

পরে ঘটনাস্থলেই তার দেহতল্লাশী করে ৫টি পুরিয়া হিরোইন উদ্ধার করে। সে উপজেলার রাজারহাট সদর ইউপির দুধখাওয়া গ্রামের মৃত যশোর উদ্দিনের পুত্র বলে জানা গেছে। পরে তার বিরুদ্ধে রাজারহাট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে একটি মামলা দায়ের করে পুলিশ। যার মামলা নং -০৮। গতকাল বুধবার সকালে পুলিশ আটককৃত যুবককে আদালতের মাধ্যমে কুড়িগ্রাম জেল হাজতে প্রেরণ করেছে বলে রাজারহাট থানার অফিসার ইনচার্জ মো. মোখলেসুর রহমান নিশ্চিত করেছেন।

এবিএন/রনজিৎ কুমার রায়/জসিম/তোহা

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত