রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২
logo
  • হোম
  • সারাদেশ
  • রাজারহাট-তিস্তা সড়কের গাছ কাটার ঘটনায় গ্রেপ্তার ২

রাজারহাট-তিস্তা সড়কের গাছ কাটার ঘটনায় গ্রেপ্তার ২

রাজারহাট-তিস্তা সড়কের গাছ কাটার ঘটনায় গ্রেপ্তার ২

রাজারহাট (কুড়িগ্রাম), ২৮ ফেব্রুয়ারি, এবিনিউজ : কুড়িগ্রামের রাজারহাট-তিস্তা সড়কের দু’ধারে গত সোমবার জেলা পরিষদের গাছ কাটাকে কেন্দ্র করে কুড়িগ্রাম জেলা পরিষদের সার্ভেয়ার মো. রাশেদুজ্জামান বাদী হয়ে গতরাতে রাজারহাট থানায় ৩৪জন নামীয় ও ৪০/৫০জনকে অজ্ঞাত নামীয় আসামী করে একটি মামলা দায়ের করেন। ঘটনার দিন দুপুরে থানা পুলিশ ঘটনার সঙ্গে জড়িত ২জনকে আটক করেছে।

উল্লেখ্য, রাজারহাট-তিস্তা সড়কের মন্ডলের বাজার হতে হাতকাটা নামক এলাক াপর্যন্ত রাস্তার দু’ ধারে কুড়িগ্রাম জেলা পরিষদের বিভিন্ন প্রজাতির প্রায় ৩শতাধিক গাছ দিন-দুপুরে এলাকাবাসীরা কেঁটে নিয়ে যায়। দুপুরে খবর পেয়ে রাজারহাট থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে সদর ইউপির দেবীচরণ এলাকার আঃ ছালাম (৫৫) ও আদম আলী(৩০)কে হাতে-নাতে আটক করে থানায় নিয়ে আসে। এ বিষয়ে রাজারহাট থানার অফিসার ইনচার্জ মোঃ মোখলেসুর রহমান জানান, ঘটনার দিন ২জনকে আটক করা হয়েছে। রাজারহাট থানায় জেলা পরিষদের সার্ভেয়ার মোঃ রাশেদুজ্জামান বাদী হয়ে একটি মামলা দায়ের করেছে। যার মামলা নং-০৭। মামলার আসামীদের গ্রেপ্তার করতে পুলিশী অভিযান অব্যাহত রয়েছে।

অভিযোগ উঠেছে, কুড়িগ্রামের ত্রিমোহনী বাজার হতে রাজারহাট-তিস্তা সড়কের রাস্তা প্রশস্ত করণের জন্য কুড়িগ্রাম সড়ক ও জনপদ বিভাগের অধীনে প্রায় ৫০ কোটি টাকা ব্যয়ে সড়কটির কাজ চলছে। এরই প্রেক্ষিতে ওইদিন ঠিকাদারী প্রতিষ্ঠানের কতিপয় শ্রমিক ওই এলাকায় গাছ কাঁটার গুজব ছড়িয়ে দেয়। এরই ফলে অত্র এলাকার শতশত নারী-পুরুষ একত্রিত হয়ে সোমবার সকাল থেকে দুপুর পর্যন্ত সড়কটির দু’ধারের বিভিন্ন প্রজাতির প্রায় ৩শতাধিক গাছ কর্তন করে।

এবিএন/রনজিৎ কুমার রায়/জসিম/তোহা

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত