শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ২ ফাল্গুন ১৪৩১
logo
কৃত্রিম সংকট দেখিয়ে

জামালগঞ্জে চড়া মূল্যে সার বিক্রয়ের অভিযোগ

জামালগঞ্জে চড়া মূল্যে সার বিক্রয়ের অভিযোগ

সুনামগঞ্জ, ২৮ ফেব্রুয়ারি, এবিনিউজ : সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার সাচনা বাজার ইউনিয়নে ২নং ওয়ার্ড এর ডিলার ওদুদ মিয়ার বিরুদ্ধে জামালগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট লিখিত অভিযোগ দাখির করা হয়েছে। আজ বুধবার সকালে কৃষকদের পক্ষে একই ইউনিয়নের রামনগর গ্রামের মৃত আছর আলীর ছেলে মো. আঞ্জু মিয়া, মৃত আব্দুল রহিমের ছেলে মো. শহীদুল ইসলাম ও শুকদেবপুর গ্রামের মৃত দোস্ত মোহাম্মদ এর ছেলে মো. ফারুক মিয়া সহ লিখিত তিনটি অভিযোগ দাখিল করেন।

অভিযোগ সুত্রে জানাযায়, ২নং ওয়ার্ডের সার ডিলার মো. ওদুদ মিয়া ৩নং ওয়ার্ড সহ নিয়ম বহিঃর্ভুত ভাবে সার বিক্রয় করে আসছে। ইউপি ডিলার থেকে সার সংগ্রহ না করে সুনামগঞ্জ সদর উপজেলার জয়নগর বাজার থেকে অবৈধ ভাবে সার সংগ্রহ করে ৮২০ টাকার সার ৯শত টাকায় বিক্রয় করে আসছে। কেহ আপত্তি করলে তাদেরকে হুমকি দামকী প্রদান করেন। এব্যাপারে জামালগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শামীম আল ইমরান বলেন, অভিযোগ পেয়েছি তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

এবিএন/অরুন চক্রবর্তী/জসিম/তোহা

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত