শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ২ ফাল্গুন ১৪৩১
logo
  • হোম
  • সারাদেশ
  • চিলমারীতে বাল্যবিয়ে প্রতিরোধে সমন্বয় সভা অনুষ্ঠিত

চিলমারীতে বাল্যবিয়ে প্রতিরোধে সমন্বয় সভা অনুষ্ঠিত

চিলমারীতে বাল্যবিয়ে প্রতিরোধে সমন্বয় সভা অনুষ্ঠিত

চিলমারী (কুড়িগ্রাম), ২৮ ফেব্রুয়ারি, এবিনিউজ : কুড়িগ্রামের চিলমারীতে বাল্যবিবাহ প্রতিরোধে সামাজিক সমন্বয় গড়ে তুলতে স্থানীয় নেতৃবৃন্দের সাথে জন প্রতিনিধিদের অর্ধবার্ষিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার সকালে উপজেলার থানাহাট ইউনিয়ন পরিষদ সভাকক্ষে ইউপি চেয়ারম্যান আব্দুর রাজ্জাক মিলনের সভাপতিত্বে অনুষ্ঠিত অর্ধবার্ষিক সমন্বয় সভায় আরডিআরএসের বিবিএফজি প্রকল্পের উপজেলা কো-অর্ডিনেটর ফারজানা ফৌজিয়া, ইউপি সদস্য মো. মশিউর রহমান সরকার, আব্দুল ওয়াহাব প্রমুখ বক্তব্য রাখেন।

সভায় থানাহাট ইউনিয়নের মসজিদের ইমাম, ঘটক, পুরোহীত, শিক্ষক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। উল্লে¬খ্য, আরডিআরএস বাংলাদেশের বাস্তবায়নে সিডা ও প্লান ইন্টারন্যাশনাল বাংলাদেশের আর্থিক ও কারিগরি সহায়তায় কুড়িগ্রাম জেলায় ২০২১ সালের মধ্যে ১৫ বছরের নীচে বাল্যবিয়েকে শুন্য করা এবং ১৮ বছরের নীচে মেয়ে শিশুদের বিয়ের হার এক-তৃতীয়াংশে নামিয়ে আনার লক্ষে বিল্ডিং বেটার ফিউচার ফর গার্লস (বিবিএফজি) প্রকল্পের আওতায় কাজ চলছে।

এবিএন/গোলাম মাহবুব/জসিম/তোহা

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত