![প্রধানমন্ত্রীর ‘কৃষি বাতায়ন’ উদ্বোধনী প্রত্যক্ষ করেছেন গাজীপুরবাসী](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/02/28/abnews-24.bbbbbbbbbbbbbbbbb_128001.jpg)
গাজীপুর, ২৮ ফেব্রুয়ারি, এবিনিউজ : দেশের বিভিন্ন জেলা ও সকল উপজেলার সাথে ভিডিও কনফারেন্সে ‘কৃষি বাতায়ন’ উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ বুধবার ভিডিও কনফারেন্সে কথা বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে ছিলেন গাজীপুর জেলা প্রশাসনও। আর গাজীপুর সদর উপজেলা নির্বাহী অফিসারের কক্ষে কৃষক, জনপ্রতিনিধি ও সরকারি কর্মকর্তারা কৃষিকে ডিজিটাল যোগে পৌছে দেয়ার উদ্বোধনী টেলিভিশনে সরাসরি সম্প্রচারিত অনুষ্ঠানে যুক্ত হন।
গাজীপুর জেলা প্রশাসন আয়োজিত প্রধানমন্ত্রীর দপ্তরের সাথে ভিডিও কনফারেন্স শুরু হয় দুপুর সাড়ে ১২টার দিকে। উপস্থিত সকলে প্রধানমন্ত্রীর বক্তব্য শোনেন। একই সময়ে গাজীপুর সদর উপজেলা নির্বাহী অফিসারের কক্ষে কৃষক, জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তারা ও সাংবাদিকরা টেলিভিশনে সরাসরি সম্প্রচারিত অনুষ্ঠানে যুক্ত হয়ে প্রধানমন্ত্রীর বক্তব্য শোনেন।
এসময় উপস্থিত ছিলেন, নির্বাহী অফিসার রেবেকা সুলতানা, উপজেলা পরিষদের ভাইস- চেয়ারম্যান হাসিনা সরকার, উপজেলা কৃষি কর্মকর্তা ফারহানা হক, গাজীপুর সিটি প্রেস ক্লাবের সভাপতি মঞ্জুর হোসেন মিলন সহ স্থানিয় সাংবাদিকরা। কৃষি উৎপাদন বৃদ্ধি ও প্রযুক্তির উন্নয়ন কাজে লাগিয়ে কৃষিকে ডিজিটাল যোগে পৌছে দিতে সরকারের কৃষক বন্ধু সেবা এগিয়ে নিতে উপস্থিত সকলের প্রতি আহবান জানান নির্বাহী অফিসার রেবেকা সুলতানা।
এবিএন/আলমগীর হোসেন/জসিম/তোহা