ফুলবাড়ী (দিনাজপুর), ২৮ ফেব্রুয়ারি, এবিনিউজ : দিনাজপুরের ফুলবাড়ীতে বেসরকারী উন্নয়ন সংস্থা নর্দান ডেভেলপমেন্ট ফাউন্ডেশন-এনডিএফ এর আয়োজনে সংস্থার কার্য্যালয়ে গত সোমবার জেন্ডার বিষয়ক আদিবাসী যুবক যুবতী সেমিনার অনুষ্ঠিত হয়। এনডিএফ এর ইউনিট ম্যানেজার মাসুদুর রহমান এর সভাপতিত্বে সেমিনারে প্রধান আলোচক হিসাবে উপস্থিত থেকে মূল প্রবন্ধ পাঠ করেন জনাব মেসমাউল সরকার,ট্রেনিং এন্ড মণিটরিং অফিসার, এনডিএফ,দিনাজপুর।
এ ছাড়াও আলোচনায় অংশগ্রহন করেন রাঙ্গামাটির সলেমন সরেন,অঞ্জলী টুডু,জয়ন্তী সরেন,প্রিয়া্কংা সরেন,শিবনগর এর নয়ন মুরমু,সুবাসিনী বেসরা,রিনা সরেন ,জোনাস সরেন,শ্রীরামপুর,উইলিয়াম সরেন আলাদীপুর নিরেন হেমব্রম আলুডাঙ্গা,ফ্রান্সিলিয়া বাস্কে,বাসুদেবপুর,সুজিত মাহালী জয়নগর,বিপ্লব টুডু দক্ষিণ পলাশবাড়ী প্রমুখ। সেমিনারে বক্তাগন বলেন দেশের আর্থ-সামাজিক উন্নয়নের মুল চালিকা শক্তি হলো যুব সমাজ।যুব সমাজের মেধা,সৃজনশীলতা ও প্রতিভা একটি জাতীর অর্থনৈতিক,সামজিক,রাজনৈতিক ও সাংস্কৃতিক উন্নয়নের গতিপথকে তরান্বিত করে।পুরাতন ধ্যান ধারনাকে পরিহার করে সমাজে আধুনিক চিন্তা চেতনার উন্মেষ ঘটায়।এ জন্য প্রযোজন এসকল কর্মকান্ডে যুব সমাজের সক্রিয় অংশগ্রহনের জন্য উপযুক্ত প্লাটফরম তৈরী করা।
বর্তমান আদিবাসী জনগোষ্ঠী বিভিন্ন সমষ্যায় জর্জরিত ও নেশার ভয়াল গ্রাসে নিেেষ্পষিত।এ সুযোগ গ্রহন করে অ-আদিবাসীরা আদিবাসীদের উপর বিভিন্ন অন্যায়,অত্যাচার ও নির্যাতন চালিয়ে আদিবাসী জনগোষ্ঠীকে বিভিন্ন ভাবে শোষন করছে।এঅবস্থা হতে মুক্তি লাভের জন্য প্রতিটি পাড়ায় মাদক বিরোধী কমিটি গঠন করে মাদক মুক্ত সমাজ প্রতিষ্ঠায় যুব সমাজ কে অগ্রণী ভুমিকা রাখতে হবে। আদিবাসীদের হারিয়ে যাওয়া ্ঐতিহ্য,সংস্কৃতি ও সাংস্কৃতিক কর্মকান্ড রক্ষায় বেশী বেশী করে এগুলো চর্চার উদ্যোগ গ্রহন করতে হবে।তারা আরও বলেন যে সমাজ যত শিক্ষিত হবে,সে সমাজের সমষ্যাগুলো তত তারাতারি দুর করা সম্ভব হবে।তাই আদিবাসী সমাজ তথা আদিবাসী অস্তিত্বকে রক্ষা করতে হলে প্রত্যেক যুবক-যুবতিদের উচ্চ শিক্ষায় শিক্ষিত হতে হবে।
এবিএন/আফজাল হোসেন/জসিম/তোহা