![আখাউড়ায় বিজিবির অভিযানে মাছ পাচারকারীসহ আটক ৬](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/02/28/abnews-24.bbbbbbbbbbbbbbbbb_128006.jpg)
আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া), ২৮ ফেব্রুয়ারি, এবিনিউজ : ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় বিজিবির পৃথক অভিযানে ৬জনকে আটক করেছে বিজিবি সদস্যরা। আজ বুধবার ভোর রাতে উপজেলার ঘাগুটিয়া এলাকা দিয়ে ভারতে মাছ পাচারের সময় ২০০ কেজি মাছসহ ৩জন পাচারকারী এবং ১০১ পিস ইয়াবাসহ ৩ যুবককে আটক করা হয়। আটককৃতরা হলো আকাশ, বাবুল, আব্দুল্লাহ শরীফ, রুবেল, সুহেল। এরা আখাউড়া ও কসবা উপজেলার বাসিন্দা।
বিজিবি ২৫ ঘাগুটিয়া ক্যাম্প কমান্ডার মো. আক্তার হোসেন জানান, অবৈধভাবে ভারতের ত্রিপুরায় মাছ পাচারের সময় ৩ জন ইয়াবাসহ ৩ জন আটক করা হয়। আটককৃতদের বুধবার বিকালে আখাউড়া থানায় সোপর্দ করা হয়েছে।
এবিএন/হান্নান খাদেম/জসিম/তোহা