বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১ ফাল্গুন ১৪৩১
logo

সিরাজগঞ্জে বিশ্ব ডায়াবেটিস সচেতনতা দিবস পালন

সিরাজগঞ্জে বিশ্ব ডায়াবেটিস সচেতনতা দিবস পালন

সিরাজগঞ্জ, ২৮ ফেব্রুয়ারি, এবিনিউজ : ‘পঙ্গুত্ব থেকে বাঁচতে পায়ের যত্ব নিন, ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখুন’ এই শ্লোগানকে সামনে রেখে ২৮ ফেব্র“য়ারী বিশ্ব ডায়াবেটিস সচেতনতা দিবস উপলক্ষে সিরাজগঞ্জ ডায়াবেটিক সমিতির আয়োজনে র‌্যালী ও আলোচনা সভার আয়োজন করা হয়। আজ বুধবার দুপুরে সিরাজগঞ্জ ডায়াবেটিক হাসপাতাল থেকে দিবসটি উপলক্ষে র‌্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে নর্থবেঙ্গল মেডিক্যাল কলেজ হাসপাতাল হলরুমে সিরাজগঞ্জ ডায়াবেটিক সমিতির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম রতনের সভাপতিত্বে আলোচনা অনুষ্ঠিত হয়।

সভায় বক্তব্য রাখেন, ডা. এ কে এম জিয়াউল কবির, ডা. শাখাওয়াত আলী, ডা. রিজিয়া সুলতানা,ডা. এস এম নাজিম ওহিদুল্লাহ, ডা. জিল্লুর রহমান, ডা. আবুল কাশেম খান নর্থবেঙ্গল মেডিক্যাল কলেজ হাসপাতালের নির্বাহী পরিচালক ফয়সাল হাসান মাহমুদ, পরিচালক মো. আরমান আলী প্রমূখ।

এ সময় বক্তারা বলেন, বিশ্বে ডায়াবেটিস রোগীর সংখ্যা বাড়ছে। প্রতি দশজন নারীর মধ্যে একজন ডায়াবেটিস রোগে ভুগছেন। ডায়াবেটিস আক্রান্ত মানুষের কিডনী, হার্টসহ জটিল রোগে আক্রান্ত হবার সম্ভাবনা থাকে। নিয়মিত হাটা, খাদ্যাভ্যাস পরিবর্তন এবং সুশৃংখল জীবন যাপনই ডায়াবেটিস থেকে মুক্ত থাকা সম্ভব তাই সবাইকে ডায়াবেটিস বিষয়ে সচেতন হতে হবে।

এবিএন/এস.এম তফিজ উদ্দিন/জসিম/তোহা

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত