![সিরাজগঞ্জে সড়ক দূর্ঘটনায় নিহত ১ : আহত ৪](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/02/28/accident@abnews_128010.jpg)
সিরাজগঞ্জ, ২৮ ফেব্রুয়ারি, এবিনিউজ : বঙ্গবন্ধু সেতুর পশ্চিমপাড় সিরাজগঞ্জ সদর উপজেলার কড্ডা ব্রীজ সন্নিকটে ট্রাক ও ইটভাঙ্গা ট্রলির সাইড সংঘর্ষে এক শ্রমিক নিহত হয়েছে। এঘটনায় আরো ৪জন আহত হয়েছে। আহতদের মধ্যে ৩ জনকে সিরাজগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত শ্রমিক আমির হোসেন (৩৫) একই উপজেলার চর মহোনপুর গ্রামের আয়নাল হোসেনের ছেলে।
বঙ্গবন্ধু পশ্চিম থানার ওসি মোহাম্মাদ দাউদ জানান, বুধবার সন্ধায় কাজ শেষে ৫/৬ জন শ্রমিক ইট ভাঙ্গা ট্রলি মেশিনে উঠে বাড়ি ফেরার পথে উল্লেখিত স্থানে বিপরীত দিক থেকে ঢাকাগামী একটি ট্রাকের সাইড সংঘর্ষে ঘটনাস্থলেই ওই শ্রমিক নিহত হন এবং আহত হয় আরো ৪জন। পুলিশ ঘটনাস্থল থেকে তাার লাশ উদ্ধার করে থানায় নেয়া হয়েছে। এব্যাপারে সংশ্লিষ্ট থানায় মামলা হয়েছে।
এবিএন/এস,এম তফিজ উদ্দিন/জসিম/রাজ্জাক