![পটিয়ায় ইয়াবা ব্যবসায় বাধা দেওয়ায় হামলা, গুরুত্বর জখম](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/02/28/chottrogram@abnews_128018.jpg)
পটিয়া (চট্টগ্রাম), ২৮ ফেব্রুয়ারি, এবিনিউজ : চট্টগ্রামের পটিয়ার ছনহরা মধ্যম চাটরা জানু মেম্বারের ঘাটায় ইয়াবা ব্যবসা বাধা দেওয়ায় মো: ফোরকান নামের এক ব্যক্তির উপর সন্ত্রাসীরা হামলা চালিয়ে রক্তাক্ত গুরুত্বর জখম করেছে। ঘটনাটি ঘটেছে গত ২০ ফেব্রুয়ারী বিকেল ৫ টায়। এ ঘটনায় মো. ফোরকানের স্ত্রী মুন্নি আকতার বাদী হয়ে মধ্যম চাটরার সিরাজ মিয়ার পুত্র মো: ফোরকান সহ ৪/৫ জনকে আসামী করে পটিয়া থানায় একটি মামলা নং-২৮/১৮ইং দায়ের করেছে।
মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০ ফেব্রুয়ারী ফোরকান শাহচান্দ আউলিয়া মাজারের ওরশে যাওয়া পথে বিকেল ৫ টায় মধ্যম চাটরা জানু মেম্বারের ঘাটা নামক স্থানে রাস্তার উপর অলি আহমদের বাড়ির সিরাজ মিয়ার পুত্র সহ কয়েকজন মিলে ইয়াবা পাচার করছিল। এসময় মুন্নি আকতারের স্বামী মো: ফোরকান প্রতিপক্ষ সিরাজ মিয়ার পুত্রকে বাধা দিলে সে ক্ষিপ্ত হয়ে তার সঙ্গী ও অজ্ঞাতনামা আরো ৪/৫ জন সন্ত্রাসী মিলে মো: ফোরকানকে হাতে পায়ে ছুরিকাঘাত করে রক্তাক্ত জখম করে।
এসময় তার চিৎকার শুনে এলাকার লোকজন এগিয়ে আসলে ইয়াবা ব্যবসায়ীরা সন্ত্রাসীরা পালিয়ে যায় বলে মামলার এজাহার সূত্রে প্রকাশ। বর্তমানে মো. ফোরকান আশংকাজনক অবস্থায় চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। মুন্নি আকতার তার স্বামী মো. ফোরকানের উপর হামলা কারীদের গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবি জানান।
এবিএন/সেলিম চৌধুরী/জসিম/তোহা