![রাণীনগরে মারপিট করে টাকা ছিনতাই, গ্রেফতার ১](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/02/28/chintai@abnews_128024.jpg)
রাণীনগর (নওগাঁ) ২৮ ফেব্রুয়ারি, এবিনিউজ : নওগাঁর রাণীনগরে পুকুরে মাছ ধরার দ্বন্দের জেরে মারপিট করে ৫ লক্ষ টাকা ছিনতাই ও মটরসাইকেল ভাংচুরের অভিযোগে রাণীনগর থানায় মামলা দায়ের করা হয়েছে। এঘটনায় পুলিশ কাশেম আলী (৬৫) নামের এক বৃদ্ধকে গ্রেফতার করেছে। গ্রেফতার কাশেম উপজেলার আবাদপুকুর গ্রামের বাসিন্দা। মামলা ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার কালীগ্রাম মরুপাড়া গ্রামের হেলাল উদ্দীন ওরফে হেলু মন্ডল (মেম্বার) আবাদপুকুর নামক খাসপুকুর লিজ নিয়ে মাছ চাষ করে আসছিল। এরই মধ্যে পুকুরের উত্তর পাড়ের বাসিন্দা কাশেম আলী ও তার ছেলে ময়নুল হক ওরফে চেয়ারম্যান (৩৮) মঙ্গলবার দুপুরে পুকুরে জোরপূর্বক মাছ ধরছিল।
এঘটনায় পুকুর মালিক সহ স্থানীয় লোকজন তাকে মাছ ধরতে নিষেধ করে এবং মঙ্গলবার সন্ধ্যায় উভয় পক্ষ বসে একটি আপোষ মিমাংসার কথা বলে সবাই মটরসাইকেল নিয়ে সেখান থেকে ফিরছিল। এসময় হেলু মন্ডলের চাচাতো ভাই রেজাউল ইসলাম রুঞ্জ মন্ডল (৪০) একটু দেরিতে মটরসাইকেল নিয়ে ফেরার সময় ময়নুল হঠাৎ করেই তার উপর হামলা চালায়। রুঞ্জু মন্ডল গুরুত্বর হলে তার কাছে থাকা ৫ লক্ষ টাকা ছিনতাই করে নেয় এবং রুঞ্জুর ব্যবহৃত মটরসাইকেল ভাংচুর করে। স্থানীয় লোকজন তাকে আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে দেয়।
এঘটনায় পুকুর মালিক হেলু মন্ডল বাদী হয়ে মঙ্গলবার রাতেই ময়নুল হক ওরফে চেয়ারম্যান ও তার বাবা কাশেম আলীর বিরুদ্ধে থানায় একটি মামলা দায়ের করেন। মামলার প্রেক্ষিতে রাণীনগর থানাপুলিশ রাতেই অভিযান চালিয়ে কাশেম আলীকে গ্রেফতার করে।
এব্যাপারে মামলার বাদী হেলু মন্ডল জানান, সিসি লোনের ৫ লক্ষ টাকা জমা দেবার জন্য রুঞ্জু মটরসাইকেল নিয়ে ব্যাংকে যাচ্ছিল। এসময় মাছ ধরা নিয়ে দ্বন্দ্বের কথা শুনে সেখানে মটরসাইকেল নিয়ে যায়। আমরা সবাই ঘটনাস্থল ত্যাগ করলে তার ফিরতে দেরি হওয়ায় ময়নুল ও তার বাবা তাকে মারপিট করে মটরসাইকেল ভাংচুর করে ও তার সাথে থাকা ৫ লক্ষ টাকা ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়।
রাণীনগর থানার অফিসার ইনচার্জ এএসএম সিদ্দিকুর রহমান জানান, মারপিট করে মটরসাইকেল ভাংচুর ও টাকা ছিনতাইয়ের ঘটনায় থানায় একটি মামলা দায়ের করা হয়েছে এবং কাশেম নামের একজনকে গ্রেফতার করে বুধবার আদালতে প্রেরণ করা হয়েছে।
এবিএন/এ বাশার (চঞ্চল)/জসিম/তোহা