![বিজয়নগরে ছাত্রলীগের কমিটি এক বছরেও পূর্ণাঙ্গ হয়নি](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/03/01/brammonbaria@abnews_128040.jpg)
ব্রাহ্মণবাড়িয়া, ০১ মার্চ, এবিনিউজ : ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলা শাখা ছাত্রলীগের কমিটি এক বছর পূর্ণ হলেও পূর্ণাঙ্গ হতে পারেনি বিজয়নগর উপজেলা শাখা ছাত্রলীগের কমিটি। বিগত ২৭ ফেব্রুয়ারী ২০১৭ সালে কাউন্সিলের মাধ্যমে বিজয়নগর উপজেলা ছাত্রলীগের দুই সদস্য বিশিষ্ট কমিটি প্রকাশ করা হয়। এরই মধ্যে আজ এক বছর পূর্ণ হয়েছে। এক বছরেও কমিটি পূর্ণাঙ্গ না করতে পারায় দলীয় নেতা কর্মীদের মাঝে চরম হতাশা বিরাজ করছে। এক বছর পেরিয়ে গেলেও কখন হবে ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটি তা নিয়ে রয়েছে নানা রকম গুঞ্জন।
গত ২৭ শে ফেব্রুয়ারী ২০১৭ সালে ব্যাপক উৎসাহ উদ্দিপনার মধ্যে দিয়ে উপজেলার চম্পনগর স্কুল এন্ড কলেজ মাঠে এক কাউন্সিলের মাধ্যমে ব্রাহ্মণবাড়িয়া-৩(বিজয়নগর-সদর) আসনের সাংসদ র আ ম উবায়দুল মোক্তাদির চৌধুরী এমপিকে প্রধান অতিথি করে আনুষ্ঠানিক ভাবে ২ সদস্য বিশিষ্ট উপজেলা ছাত্রলীগের কমিটি প্রকাশ করেন।
কাউন্সিলে ব্রাহ্মণবাড়িয়া -৩ (সদর- বিজয়নগর) আসনের সাংসদ মোক্তাদির চৌধুরী এমপি মোঃ মাহবুব হোসাইনকে সভাপতি এবং মোঃ শফিকুল ইসলাম রাজবীকে সাধারণ সম্পাদক হিসেবে আনুষ্ঠানিক ভাবে নাম প্রকাশ করেন। এরই পাশাপাশি ঐ বছরই মার্চ মাসে মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করার নিদের্শও দিয়ে ছিলেন এমপি। কিন্তু এক বছর পূর্ণ হলেও উপজেলা ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটি না করতে পারায় ছাত্রলীগের নেতা কর্মিদের মধ্যে অনেকেই বয়স ও ছাত্রত্বও হারিয়েছেন এবং অনেক নেতারা প্রবাসেও চলে গেছেন বলে জানা গেছে।
উপজেলা ছাত্রলীগ নেতা এমদাদ সাগর জানান, আমরা যারা ছাত্রলীগের নেতাকর্মী আছি, সবাই আমরা রবিউল ভাইয়ের নেতৃত্বে এগিয়ে যাচ্ছি। আমাদের মাঝে কোন ফাটল নেই। তবে যদি ছাত্রলীগের কমিটি পূর্ণাঙ্গ থাকত তাহলে দলীয় নেতা কর্মীরা আরো সক্রিয় ভূমিকা পালন করতে পারতো। কমিটিতে যারা পদ প্রত্যাশি ছিল আজ অনেকেই বিয়ে সাদি সহ প্রবাসে চলে গেছে । অনেকেই আবার ছাত্রত্বও হারিয়েছে।
ছাত্রলীগ নেতা মোঃ কামরুল হাসান বলেন, আজ থেকে ৪/৫ মাস পূর্বে উপজেলা ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটি করে জেলা কমিটির কাছে জমা দেওয়া হয়েছে। তবে কেন্দ্রীয় ছাত্রলীগের নির্দেশে জেলা ছাত্রলীগের সকল কার্যক্রম বন্ধ থাকায় বিজয়নগরে কমিটি অনুমোদন দেয়া হয়নি। তবে শীঘ্রই কমিটি পূর্ণাঙ্গ করা হবে । বিজয়নগর উপজেলা ছাত্রলীগ জননেতা রবিউল ভাইয়ের নিদের্শে এগিয়ে যাচ্ছে। ছাত্রলীগের কোন নেতা কর্মীর মাঝে কোন প্রকার দূরত্ব নেই।
উপজেলা ছাত্রলীগের নেতা, শেখ এমরানু ইসলাম জানান, আমরা আমাদের অভিভাবক র আ ম মোকতাদির চৌধুরী এমপি মহোদয়ের দিক নিদের্শনায় উপজেলা ছাত্রলীগ এগিয়ে চলছে। তবে পূর্ণাঙ্গ কমিটি থাকলে উপজেলা ছাত্রলীগ আরো চাঙ্গা থাকতো।
উল্লেখ্য যে, চলতি বছরের শুরুতেই গত ২ ফেব্রুয়ারী ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রলীগের কাউন্সিল অনুষ্ঠিত হয়। আর এ কাউন্সিলের মাধ্যমের ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখা ছাত্রলীগের কমিটি গঠন করা হয়। তবে এখন উপজেলা ছাত্রলীগের একাধিক নেতারা বলছেন কখন জানি আমাদের ( বিজয়নগর) ছাত্রলীগের কমিটি পূর্ণাঙ্গ হয়।
এ বিষয়ে উপজেলা শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোঃ শফিকুল ইসলাম রাজবীর সাথে মুঠোফোনে কথা বললে তিনি জানান, আজ থেকে ছয় মাস পূর্বে সাবেক জেলা ছাত্রলীগ কমিটির নিকট পূর্ণাঙ্গ কমিটি করে জমা দিয়েছি। তবে তারা দেম দিচ্ছি করছে। তবে এ বিষয়ে আমাদের এমপি মহোদয়ও অবগত রয়েছেন। বর্তামানে জেলা ছাত্রলীগের নতুন কমিটি দুই একদিনে মধ্যে আমাদের ছাত্রলীগ কমিটি দিয়ে দিবে বলেও তিনি জানান।
এবিএন/ এস এম জহিরুল আলম চৌধুরী (টিপু)/জসিম/নির্ঝর