রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২
logo
  • হোম
  • সারাদেশ
  • পাইকগাছায় কৃষক বন্ধু সেবা কার্যক্রমের উদ্বোধন

পাইকগাছায় কৃষক বন্ধু সেবা কার্যক্রমের উদ্বোধন

পাইকগাছায় কৃষক বন্ধু সেবা কার্যক্রমের উদ্বোধন

পাইকগাছা (খুলনা) , ০১ মার্চ, এবিনিউজ : খুলনার পাইকগাছায় ডিজিটাল কৃষি সেবা, কৃষি বাতায়ন ও কৃষক বন্ধু সেবা কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠান প্রদর্শন করা হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা গতকাল বুধবার সকালে গণভবন থেকে কৃষি বাতায়নের উদ্বোধন করেন। এ সময় ভিডিও কনফারেন্সের মাধ্যমে সরাসরি স¤প্রসারিত উদ্বোধনী অনুষ্ঠান উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসন ও উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে জন সাধারণের জন্য প্রদর্শন করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার মোঃ ফকরুল হাসান এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, পাইকগাছা-কয়রার সংসদ সদস্য আলহাজ্ব এড. শেখ মোঃ নূরুল হক। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান মুক্তিযোদ্ধা এড. স ম বারব আলী, পৌর মেয়র সেলিম জাহাঙ্গীর, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শাহানারা খাতুন, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার শেখ শাহাদাৎ হোসেন বাচ্চু, ওসি (তদন্ত) এসএম শাহাদাৎ হোসেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ডাঃ সুজন কুমার সরকার, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ এএইচএম জাহাঙ্গীর আলম, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা পবিত্র কুমার দাস, সমাজসেবা কর্মকর্তা সরদার আলী আহসান, অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মিহির বরণ মন্ডল, অধ্যক্ষ মোঃ রবিউল ইসলাম, ইউপি চেয়ারম্যান আব্দুল মজিদ গোলদার, রুহুল আমিন বিশ্বাস, জোয়াদুর রসুল বাবু, রিপন কুমার মন্ডল, কওছার আলী জোয়াদ্দার সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কৃষক বৃন্দ।

এবিএন/ তৃপ্তি রঞ্জন সেন/জসিম/নির্ঝর

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত