শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ২ ফাল্গুন ১৪৩১
logo
  • হোম
  • সারাদেশ
  • অল্পের জন্যে দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেল আন্তঃনগর রুপসা এক্সপ্রেস ট্রেন
পার্বতীপুরে মাদক ও চোরাচালান বিরোধী অভিযান চলাকালে

অল্পের জন্যে দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেল আন্তঃনগর রুপসা এক্সপ্রেস ট্রেন

অল্পের জন্যে দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেল আন্তঃনগর রুপসা এক্সপ্রেস ট্রেন

পার্বতীপুর (দিনাজপুর), ০১ মার্চ, এবিনিউজ : দিনাজপুরের পার্বতীপুর রেলওয়ে জংশনে আন্তঃনগর রুপসা এক্সপ্রেস ট্রেনে মাদক ও চোরাচালান বিরোধী অভিযান চলাকালে ষ্টেশন কর্তৃপক্ষের ট্রেন ছাড়ার সংকেত না পেয়েও ট্রেন ছাড়াতে অল্পের জন্যে বড় ধরনের দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেল ট্রেনটি। ঘটনাটি ঘটেছে গতকাল বুধবার সন্ধা ৬টা ৫০মিনিটে।

জানা গেছে, খুলনা থেকে চিলাহাটি গামী যাত্রীবাহী আন্তঃনগর রুপসা এক্সপ্রেস ট্রেনটি বুধবার সন্ধা ৬টি ৫০ মিনিটে পার্বতীপুর রেলওয়ে জংশনের ২নম্বর প্লাটফর্মে দাড়ানো অবস্থায় পার্বতীপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) আবু তাহের মোঃ সামসুজ্জামান রেলওয়ে থানার অফিসার ইনচার্জ মীর মোঃ মনিরুল ইসলাম ও ষ্টেশন মাস্টার জিয়াউল আহসানকে সাথে নিয়ে ট্রেনটিতে মাদক ও চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করেন।

এসময় ষ্টেশনের সুইচ কেবিন থেকে ট্রেন ছাড়ার হলদু সংকেত না দিলেও ট্রেনটি হঠাৎ করে ছেড়ে দেয়। হঠাৎ করে ট্রেন ছাড়া দেখে সুইচ কেবিন থেকে দ্রুত লাইন বানিয়ে দেওয়া হয়। ফলে অল্পের জন্যে ট্রেনটি বড় ধরনের দুর্ঘটনার হাত থেকে রক্ষা পায়। ঘটনা বেগতিক দেখে ট্রেন ছাড়ার পরপরই ট্রেনের চালক ট্রেনটি থামিয়ে দেয় এবং কিছুক্ষন পর আবার ছেড়ে দেয়।

এ ব্যাপারে মুঠোফোনে ঈশ্বরদী রেলওয়ে লোকোসেডের ইনচার্জ এসএসএই মোঃ আবু ওসমানের সাথে যোগাযোগ করা হলে তিনি জানানা ট্রেনটিতে চালক হিসেবে ঈশ্বরদী রেলওয়ে লোকোসেডের এলএম (চালক) জাহাঙ্গীর আলম ও এএলএম (সহাকরী চালক) শহিদুজ্জামান কত্যর্বরত ছিলেন।

পার্বতীপুর রেলওয়ে ষ্টেশন মাষ্টার জিয়াউল আহসান জানান ট্রেনটিতে ইনচার্জ গার্ড (ট্রেন পরিচালক) হিসেবে দায়িত্বরত ছিলেন সঞ্জীব বিশ্বাস। তিনি আরও বলেন ঘটনাটি উর্দ্ধতন কর্তৃপক্ষেকে অবহিত করা হয়েছে। ট্রেন চালক জাহাঙ্গীর আলম ও ট্রেন পরিচালক সঞ্জীব বিশ্বাসের সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তারা জানান, ট্রেন ছাড়ার লিখিত অনুমতি পেয়েই তারা ট্রেনটি ছেড়েছে।

এবিএন/এম এ জলিল সরকার/জসিম/নির্ঝর

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত