
ঠাকুরগাঁও, ০১ মার্চ, এবিনিউজ : ঠাকুরগাঁওয়ে মাদক নিয়ন্ত্রণ সংক্রান্ত বিষয়ে জনসচেতনতা গড়ে তোলার লক্ষ্যে সাংবাদিকদের সাথে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার সকাল ১১টায় জেলা প্রশাসক হলরুমে ঠাকুরগাঁও জেলা প্রশাসন ও জেলা তথ্য অফিসের আয়োজনে এ মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মত বিনিময় সভায় বক্তব্য রাখেন- ঠাকুরগাঁও জেলা অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শফিকুল ইসলাম, জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ পরিদর্শক শফিকুল ইসলাম, উপ-পরিদর্শক আব্দুস ছাত্তার, সহ-উপ পরিদর্শক এনামুল হক, সিপাই সাইফুল আলম, জিয়াউল হক, সাংবাদিক আব্দুল লতিফ, শাহীন ফেরদৌস, তানভীর হাসান তানু, রবিউল এহসান রিপন প্রমুখ।
আলোচনা সভায় জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অফিসের মাধ্যমে ১ বছরে কতগুলো অভিযান পরিচালনা করা হয়ছে, মাদকদ্রব্য জব্দ করা হয়েছে ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণে তাদের কাজগুলো তুলে ধরা হয়।
এ সময় স্থানীয় প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
এবিএন/রবিউল এহসান রিপন/জসিম/এমসি