![সিলেটে ফের পাথর কোয়ারিতে মাটিচাপায় ৩ শ্রমিকের মৃত্যু](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/03/01/syhlet_128069.jpg)
সিলেট, ০১ মার্চ, এবিনিউজ : সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার শাহ আরফিন টিলার পাথর কোয়ারিতে মাটিচাপায় ৩ শ্রমিকের মৃত্যু হয়েছে।
তাদের মধ্যে ২ শ্রমিকের লাশ বুধবার মধ্যরাতে উদ্ধার করা হয়েছে।
তারা হলেন- জাহির মিয়া ও আফাজ মিয়া। এর আগে গতকাল বুধবার দুপুরে একই ঘটনায় কাছা মিয়া নামের আরেক শ্রমিকের লাশ উদ্ধার করা হয়েছিল।
মাটিচাপায় আহত হন আবদুল গনি (৫৫) নামের এক শ্রমিক। তাকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুর রহমান খান জানান, বুধবার বিকালে শাহ আরফিন টিলায় প্রায় ৭০ ফুট গভীর গর্ত করে অবৈধভাবে পাথর তোলার সময় ধস নামলে কয়েকজন শ্রমিক চাপা পড়েন। ঘটনার পর পরই স্থানীয়রা কাঁচা মিয়া নামে এক শ্রমিকের লাশ উদ্ধার করলেও আফাজ উদ্দিন ও জহির মিয়া নামে দুজন নিখোঁজ ছিলেন। বৃহস্পতিবার সকালে ফায়ার সার্ভিসের একটি দল গিয়ে তাদের দুজনের লাশ উদ্ধার করে।
এ নিয়ে গত এক সপ্তাহে কোম্পানীগঞ্জে অবৈধভাবে পাথর তোলার চেষ্টায় ৮ জনের মৃত্যু হলো।
প্রসঙ্গত, গত রবিবার রাতে কোম্পানীগঞ্জ উপজেলার কালাইরাগ এলাকায় একইভাবে গর্ত করে পাথর তোলার সময় মাটিধসে ৫ জনের মৃত্যু হয়।
এবিএন/সাদিক/জসিম/এসএ