
সাপাহার (নওগাঁ), ০১ মার্চ, এবিনিউজ : নওগাঁর সাপাহারে ভ্রাম্যমাণ কম্পিউটার ভ্যানে এক মাস মেয়াদী কম্পিউটার প্রশিক্ষণ কোর্সের শুভ উদ্বোধন করা হয়েছে।
আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় উপজেলা চত্ত্বরে কম্পিউটার প্রশিক্ষনের উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব শামসুল আলম শাহ চৌধুরী ও উপজেলা নির্বাহী অফিসার (্ইউএনও) কল্যান চৌধুরী।
এ সময় সেখানে উপস্থিত ছিলেন- উপজেলা সমাজসেবা অফিসার রেজওয়ানুল হক, প্রকল্প বাস্তবায়ন অফিসার আবু শোয়েব খানসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের অফিসার ও প্রশিক্ষনার্থী শিক্ষার্থীরা।
প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত উপজেলা চত্বরে শিক্ষার্থীদের প্রশিক্ষন দেওয়া হবে।
এবিএন/নয়ন বাবু/জসিম/এমসি