শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ২ ফাল্গুন ১৪৩১
logo

মতলবে অর্থনৈতিক অঞ্চলের জমি বেজাকে হস্তান্তর

মতলবে অর্থনৈতিক অঞ্চলের জমি বেজাকে হস্তান্তর

চাঁদপুর, ০১ মার্চ, এবিনিউজ : চাঁদপুরের মতলবে অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠার লক্ষ্যে ৩ হাজার ৩৭ একর জমি রেজিস্ট্রি করা হয়েছে। গতকাল বুধবার মোহনপুর সাব-রেজিস্ট্রারের কার্যালয়ে এ দলিল সম্পাদন করা হয়।

মতলব উত্তর উপজেলা নির্বাহী অফিসার শারমিন আক্তার জানান, বিশেষ অঞ্চল প্রতিষ্ঠার লক্ষ্যে ৩ হাজার ৩৭ একর জমির রেজিস্ট্রি সম্পাদন করা হয়েছে। ভূমির প্রতীকী মূল্য নির্ধারণ করা হয় ১ লাখ ১ হাজার ১শ’ ১ টাকা।

এ সময় উপস্থিত ছিলেন- বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা) ম্যানেজার (বিনিয়োগ উন্নয়ন) উপ-সচিব আবু হেনা মোঃ মুস্তাফা কামাল, জেলা প্রশাসকের পক্ষে আরডিসি ফেরদৌসী বেগম, মতলব উত্তর সহকারী কমিশনার (ভূমি) সুভাশীষ চন্দ্র ঘোষ, সাব-রেজিস্ট্রার অসীম কল্লোল প্রমুখ।

উপজেলা নির্বাহী অফিসার শারমিন আক্তারের কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে দলিল রেজিস্ট্রির পর বেজাকে হস্তান্তর করা হয়।

এবিএন/শ্যামল চন্দ্র দাস/জসিম/এমসি

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত