![বিজয়নগরে আমের বাম্পার ফলনের সম্ভাবনা](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/03/01/mango_abenws_128081.jpg)
ব্রাহ্মণবাড়িয়া, ০১ মার্চ, এবিনিউজ : ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে প্রত্যেকটি এলাকায় আম গাছগুলোতে এবছর এসেছে পর্যাপ্ত আমরে মুকুল। আম গাছ যেন সাজ সাজে রয়েছে মুকুল নিয়ে। এতে করে সবার নজর কাড়ছে আম গাছ। রাস্তা দিয়ে আসা যাওয়ার পথে এদিন সেদিন তাকাইলে শুধুর আমের মুকুল চোখে পড়ে।
বর্তমান সময়ে আমগাছ যেন এক সৌন্দর্য্যতা বহন করছে। উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে চোখে পড়ে শুধু আমের মুকুল আর আমের মুকুল। শীতের মৌসুম শেষে বসন্তে শুরুতেই আমগাছ গুলো দেখলেই মনে হয় আমের সিজন এসেছে। অন্যান্য বছরে চেয়ে এবছর আমের মুকুল অনেটাই বেশি দেখা যাচ্ছে।
স্থানীয় কৃষকরা জানিয়েছেন, এ বছর যদি বড় ধরনের কোন প্রাকৃতিক দুর্যোগ না হয় এবং সময় উপযোগি বৃষ্টি পায় তাহলে বিজয়নগরে আমের বাম্পার ফলন হবে। উপজেলায় আমের নির্ধারিত কোন বড় বাগান না থাকলেও প্রতিটি বাড়ির আঙিনায়, হাট-বাজার, রাস্তা, ঘাট, শিক্ষাপ্রতিষ্ঠান ও পুকুর পাড়সহ সব জায়গায় রয়েছে আম গাছ।
উপজেলা কৃষি কর্মকর্তা মো. মসকর আলী জানান, এ বছর বিজয়নগরের প্রতিটি আম গাছে আমের মুকুল খুব সুন্দরভাবে এসেছে। এ বছর যদি প্রাকৃতিক দুর্যোগ থেকে আমগাছগুলো রক্ষা পায়। তাহলে আমের ফলন বাম্পার হওয়ার সম্ভবনা রয়েছে।
এবিএন/এস এম জহিরুল আলম চৌধুরী/জসিম/এমসি