বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১ ফাল্গুন ১৪৩১
logo

পঞ্চগড়ে পুলিশ মেমোরিয়াল ডে উদযাপন

পঞ্চগড়ে পুলিশ মেমোরিয়াল ডে উদযাপন

পঞ্চগড়, ০১ মার্চ, এবিনিউজ : পঞ্চগড়ে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে পুলিশ মেমোরিয়াল ডে- ২০১৮ উদযাপন হয়েছে। দিনটি উপলক্ষে র‌্যালি, স্মৃতি স্তম্ভে পুষ্প স্তবক অর্পণ, আলোচনা সভা ও নিহত পুলিশ পরিবারের সদস্যদের সম্মাননা প্রদান করা হয়।

আজ বৃহস্পতিবার দুপুরে পঞ্চগড় পুলিশ সুপার কার্যালয় হতে এক র‌্যালি নিয়ে পঞ্চগড় পুলিশ লাইন স্মৃতি স্তম্ভে পুষ্প স্তবক অর্পণ করেন। নিহত পুলিশ সদস্যদের স্বরণে আলোচনা সভা এবং নিহত পুলিশ সদস্যদের পরিবারের সদস্যদের সম্মাননা স্বারক প্রদান করেন পুলিশ সদস্যরা।

আইন শৃঙ্খলা রক্ষার্থে বাংলাদেশ পুলিশের অনেক সদস্য কর্তব্যরত অবস্থায় জীবন উৎস্বর্গ করছেন। সেই সকল সদস্যদের বিদেহী আত্মার প্রতি শ্রদ্ধাজ্ঞাপন ও তাদের পরিবারে সদস্যদের প্রতি সমবেদনা জানাতে প্রতি বছরের ন্যায় এ বছরও দিনটি যথাযথ মর্যাদায় উদযাপন করা হয়।

র‌্যালি ও আলোচনা সভায় উপস্থিত ছিলেন- মোহাম্মদ গিয়াস উদ্দিন আহম্মেদ পুলিশ সুপার পঞ্চগড়, আব্দুল আলিম খান উয়ারেশী অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক), আনোয়ার সাদাত সম্্রাট সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান প্রমুখ।

এবিএন/ডিজার হোসেন বাদশা/জসিম/এমসি

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত