বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১ ফাল্গুন ১৪৩১
logo

পঞ্চগড়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণে প্রেস ব্রিফিং

পঞ্চগড়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণে প্রেস ব্রিফিং

পঞ্চগড়, ০১ মার্চ, এবিনিউজ : “জীবনকে ভালবাসুন, মাদককে না বলুন” এই প্রতিপাদ্যকে সামনে রেখে মাদক নিয়ন্ত্রণ সংক্রান্ত বিষয়ে জনসচেতনতা গড়ে তোলার লক্ষ্যে পঞ্চগড়ে জেলা তথ্য অফিস ও জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয়ের আয়োজনে এক প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়।

আজ বৃহস্পতিবার দুুপুরে জেলা প্রশাসনের সহযোগিতায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়। পঞ্চগড় জেলার আইন শৃঙ্খলা বাহিনী সমূহের ২০১৭ সালের মাদক উদ্ধার ও মামলা সংক্রান্ত তথ্য, জেলায় মাদক কেনা-বেচা এবং তরুণদের মাদকের ভয়াবহতা তুলে ধরা হয় এবং মাদক থেকে বাঁচাতে জেলার প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে মাদক প্রতিরোধে সভা সেমিনারের বিষয় তুলে ধরেন।

জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয় জানায়, ২০১৭ সালে ৮শ’ ৫৬ বোতল ফেন্সিডিল, ১৬ কেজি ৬শ’ ৩০ গ্রাম গাঁজা, ২২ পিস ইয়াবা, ৯১ পিস ইনজেকশন, ১শ’ ৯৫ বোতল ভারতীয় মদ, ১শ’ ৩২ লিটার চোলাই মদ ও ৮শ’ লিটার ওয়াশ মাদকদ্রব্য আলামত হিসেবে জব্দ হয়।

তবে জব্দকৃত মালামাল প্রসঙ্গে জেলায় কর্মরত গণমাধ্যম কর্মীরা বলেন, এ জব্দকৃত মালামাল আটক হিসেবে অতি নগন্য। অধিকাংশ পুলিশ ও বিজিবি সদস্যরা মাদকদ্রব্য আটক করলেও তা জব্দ দেখান না। টাকার বিনিময়ে অধিকাংশ মাদকসেবী ও ব্যবসায়ীদের ছেড়ে দেন। মাদক কেনা বেঁচায় পুলিশ প্রশাসনসহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তাদের আগে সৎ হতে বলে তার পর অভিযান চালাতে বললেন। তা হলেই জেলা মাদক মুক্ত হবে।

উপস্থিত গণমাধ্যম কর্মীরা বলেন, জেলার রত্নীবাড়ি, ট্রাক-টার্মিনাল, বাস টার্মিনাল, সোনাপাতিলা, ভজনপুর ও বাংলাবান্ধাসহ বিভিন্ন জায়গায় মাদকের এজেন্ট ও ডিলারদের গ্রেফতার করতে হবে। সারা সেবন করে তাদের না ধরে মুল হোতা বা বিক্রেতাদের ধরলে মাদক নিয়ন্ত্রণ করা সম্ভব হবে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা ম্যাজিস্ট্রেট অতিন কুমার কুন্ড (এডিএম), জেলা তথ্য অফিসার আলমগীর কবির, জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রন অফিসার পঞ্চগড়ের সহকারী পরিচালক শহিদুল মান্নাফ কবির, পরিদর্শক আব্দুল মান্নান, পঞ্চগড় প্রেসক্লাবের সভাপতি সফিকুল আলম সফিক, সাধারণ সম্পাদক সাইফুল আলম বাবু, জেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক শাহজালাল, সিনিয়র সাংবাদিক শহীদুল ইসলাম শহীদ, এ হোসেন রায়হান, সাপ্তাহিক পঞ্চবার্তার সম্পাদক আলমগীর জলিলসহ জেলায় কর্মরত প্রিন্ট, ইলেক্ট্রনিক ও অনলাইন গণমাধ্যম কর্মীরা অবস্থিত ছিলেন।

এবিএন/ডিজার হোসেন বাদশা/জসিম/এমসি

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত