
পীরগঞ্জ (ঠাকুরগাঁও), ০১ মার্চ, এবিনিউজ : ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে প্রমোদনা কার্যক্রমের আওতায় ৮ শত ক্ষুদ্র ও প্রান্তিক চাষীদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ করা হয়েছে।
আজ বৃহস্পতিবার দুপুরে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে গ্রীস্ম কালিন মুগ ডাল উৎপাদনের লক্ষ্যে এসব উপকরণ বিতরণ করা হয়।
এ সময় বক্তব্য রাখেন- সাবেক এমপি ইমদাদুল হক, ইউএনও এ ডব্লিউ এম রায়হান শাহ্, উপজেলা আ.লীগের সভাপতি ইকরামুল হক, উপজেলা কৃষি অফিসার আবুল কালাম আজাদ, সাংবাদিক মোশারফ হোসেন ও কৃষক সাইফুল ইসলাম প্রমুখ।
পরে অতিথিবৃন্দ ৮০০ জন চাষীর মাঝে ১০ কেজি ডিএপি, ১০ কেজি এমওপি সার ও ৫ কেজি মুগ ডালের বীজ বিতরণ করেন।
এবিএন/বিষ্ণুপদ রায়/জসিম/এমসি