![সিরাজগঞ্জে কোটি টাকার হেরোইন উদ্ধার, বাসচালক গ্রেফতার](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/03/01/arrest-abnews_128098.jpg)
সিরাজগঞ্জ, ০১ মার্চ, এবিনিউজ : সিরাজগঞ্জের সলঙ্গা থানার হাটিকুমরুল গোল চত্বর এলাকায় যাত্রীবাহী একটি বাসে তল্লাশি চালিয়ে এক কেজি হেরোইন উদ্ধার করেছে হাইওয়ে থানার পুলিশ।
এ সময় বাসচালক ডালিম (৩৬)কে গ্রেফতার করা হয়েছে। সে চাপাইনবাবগঞ্জ সদর উপজেলার আমনুরা বাজার স্টেশন এলাকার শুকুর আলীরছেলে।
হাটিকুমরুল হাইওয়ে থানার ওসি আব্দুল কাদের জিলানী জানান, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল বুধবার ধবার রাত ১০টার দিকে হাটিকুমরুল গোলচত্বর এলাকায় একদল পুলিশ অবস্থান নেয়। এ সময় চাঁপাইনবাবগঞ্জ থেকে ঢাকাগামী ন্যাশনাল ট্রাভেলসের যাত্রীবাহী একটি বাসে তল্লাশি চালিয়ে চালকের ব্যাগে রক্ষিত এক কেজি হেরোইন উদ্ধার করা হয়। এ সময় বাসচালক ডালিমকে গ্রেফতার করা হয়।
উদ্ধারকৃত হেরোইনের মূল্য প্রায় এক কোটি টাকা বলে তিনি উল্লেখ করেন। এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় মামলা হয়েছে।
এবিএন/তফিজ উদ্দিন/জসিম/এমসি