![সিরাজগঞ্জে সাংবাদিকদের নিয়ে জেলা প্রশাসনের প্রেস ব্রিফিং](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/03/01/press_abenws_128101.jpg)
সিরাজগঞ্জ, ০১ মার্চ, এবিনিউজ : মাদকের ভয়াবহতা সারাদেশসহ সিরাজগঞ্জের যুবসমাজ অধঃপতনে তলিয়ে যাচ্ছে। মাদক প্রতিরোধে শুধু পুলিশ প্রশাসনই নয় সমাজের সকল মানুষকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসতে হবে। পাশাপাশি মিডিয়াকে মাদক প্রতিরোধে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে লেখনির হাত বাড়াতে হবে।
আজ বৃহস্পতিবার সকালে জেলা প্রশাসন সম্মেলন কক্ষে সিরাজগঞ্জের কর্মরত সাংবাদিকদের নিয়ে মাদকের অপব্যবহার বিরোধী তথ্য অভিযান সংক্রান্ত প্রেস ব্রিফিংয়ে প্রধান অতিথি সিরাজগঞ্জ জেলা প্রশাসক কামরুন নাহার সিদ্দীকা এ কথা বলেন।
তিনি আরো বলেন, মাদকাসক্ত পরিবার নিজেদের ছেলে মেয়েকে রক্ষা করতে প্রথমেই ব্যবস্থা নিতে হবে। মাদক সেবনের সময়সীমা পার হয়ে গেলে পরে আর কোন কিছু করে লাভ হয় না।
জেলা তথ্য অফিস কর্তৃক মাদকের অপব্যবহার রোধে তথ্য অভিযানের অংশ হিসেবে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- ডিডিএলজি কর্মকর্তা আবু নুর মোহাম্মদ শামসুদ্দিন, জেলা তথ্য অফিসার রেজাউল করিম সিদ্দিকী, সিরাজগঞ্জ মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক নাসির উদ্দিন প্রমুখ।
এবিএন/তফিজ উদ্দিন/জসিম/এমসি