
ভোলা, ০১ মার্চ, এবিনিউজ : ভোলার তজুমদ্দিনে উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে উপ-নির্বাচনে ৪ প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। মনোনয়নপত্র দাখিলের শেষ দিন উৎসবমুখর পরিবেশের মধ্যদিয়ে আজ বৃহস্পতিবার বিকাল সাড়ে ৩টায় আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ফজলুল হক দেওয়ান রির্টানিং অফিসারের নিকট এ মনোনয়পত্র দাখিল করেন।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগ সিনিয়র সভাপতি আবুল হাসেম সেলিম তালুকদার, সাংগঠনিক সম্পাদক নাসিম হাওলাদার, যুবলীগ সম্পাদক আবদুর রহমান, ছাত্রলীগ সম্পাদক মো: রাসেল প্রমুখ।
রির্টানিং অফিসার সুত্র জানিয়েছে, উপ-নির্বাচনে আগামী ৫ মার্চ মনোনয়ন পত্র যাচাই-বাচাই, ১২ মার্চ প্রত্যাহার, এবং ২৯ মার্চ ভোটগ্রহন অসুষ্ঠিত হবে। ৫টি ইউনিয়ন নিয়ে গঠিত তজুমদ্দিন উপজেলা পরিষদে মোট ভোটার সংখ্যা ৮৫ হাজার ৭২৭। এর মধ্যে পুরুষ ভোটার ৪১ হাজার ৯০৩ জন এবং নারী ভোটার ৪৩ হাজার ৮২৫জন।
গত ৩১ ডিসেম্বর এ উপজেলার চেয়ারম্যান অহিদউল্ল্যাহ জসিম মৃত্যুবরন করায় এ পদটি শুন্য ঘোষনা করা হয়েছিলো। এদিকে, চেয়ারম্যান পদে আওয়ামী লীগ থেকে ফজলুল হক দেওয়ান, বিএনপি থেকে গোলাম মোস্তফা মিন্টু, স্বতন্ত্র থেকে ফদির উদ্দিন তালুকদার ও নাসির উদ্দিন।
এবিএন/আদিল হোসেন তপু/জসিম/রাজ্জাক