![সুনামগঞ্জ পৌরসভার উপ-নির্বাচনে মেয়র পদে ৩ প্রার্থীর মনোনয়নপত্র দাখিল](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/03/01/candidate_abenws1_128114.jpg)
সুনামগঞ্জ, ০১ মার্চ, এবিনিউজ : সুনামগঞ্জ পৌরসভার উপ-নির্বাচনে মেয়র পদে ৩ প্রার্থী মনোনয়ন পত্র দাখিল করেছেন।
আজ বৃহস্পতিবার দুপুরে জেলা নির্বাচন অফিসার আব্দুল মোতালেব এর নিকট এ মনোনয়ন পত্র দাখিল করা হয়।
প্রার্থীরা হলেন- আ.লীগ মনোনীত নৌকা প্রতিকের নাদের বখত, বিএনপির মনোনীত ধানের শীষের প্রার্থী সাজাউর রাজা চৌধুরী সুমন ও স্বতন্ত্র প্রার্থী দেওয়ান গণিউল সালাদিন। এসময় স্ব স্ব দলের নেতাকর্মীসহ বিপুল সংখ্যক সমর্থক উপস্থিত ছিলেন।
আওয়ামী লীগ দলীয় প্রার্থীর পক্ষে উপস্থিত ছিলেন- জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক সংসদ সদস্য মতিউর রহমান, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা চেয়ারম্যান হাজী আবুল কালাম, জেলা আওয়ামী লীগ নেতা এডভোকেট হায়দার চৌধুরী লিটন, সিরাজুর রহমান সিরাজ।বিএনপি প্রার্থীর পক্ষে উপস্থিত জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য কলিম উদ্দিন আহমদ মিলন, সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নুরুল। স্বন্ত্রত প্রার্থীর পক্ষে ছিলেন গণ্যমান্য ব্যক্তিবর্গ।
উল্লেখ্য, গত ১ ফেব্রুয়ারি পৌরসভার মেয়র আয়ুব বখত জগলুলের অকাল মৃত্যুতে পদটি শূণ্য ঘোষনা করে নির্বাচন কমিশন। পরে নির্বাচন কমিশন পৌরসভার মেয়রের শূণ্য পদে আগামী ২৯ মার্চ উপ-নির্বাচনের ভোট গ্রহণের তারিখ ঘোষণা করেন।আগামী ৪ ও ৫ মার্চ বাছাই, ১২ মার্চ প্রত্যাহার ১৩ মার্চ প্রতিক বরাদ্দের তারিখ নির্ধারন করা হয়। মনোনয়ন দাখিল শেষে ৩ মেয়র প্রার্থী কর্মী সমর্থকদের উদ্দেশ্যে বলেন, আমরা পৌরসভাকে নান্দনিক পৌরসভা গড়ে তুলতে অঙ্গীকারবদ্ধ।
এবিএন/অরুন চক্রবর্তী/জসিম/এমসি