![সুনামগঞ্জের সাংবাদিকদের নিয়ে তিন দিনব্যাপী কর্মশালা শুরু](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/03/01/sunamgonj_abnews24 copy_128115.jpg)
সুনামগঞ্জ, ০১ মার্চ, এবিনিউজ : শিশু ও নারী উন্নয়নের সচেতনতামূলক যোগাযোগ কার্যক্রম প্রকল্প পঞ্চম পর্যায়ে সুনামগঞ্জের বিভিন্ন ইলেক্ট্রনিক্র মিডিয়ার সাংবাদিকদের নিয়ে তিন দিনব্যাপী কর্মশালা শুরু হয়েছে।
আজ বৃহস্পতিবার সকাল ১০টায় শহরের সার্কিট হাউজের কনফারেন্স রুমে জেলা প্রশাসক মোঃ সাবিরুল ইসলামের সভাপতিত্বে দিনব্যাপী প্রধান অতিথি হিসেবে এ কর্মশালার উদ্বোধন করেন জাতীয় গণমাধ্যম ইনস্ট্রিটিউটের মহাপরিচালক মোঃ রফিকুজ্জামান। এ কর্মশালা চলবে আগামী ৩রা মার্চ পর্যন্ত।
এ সময় উপস্থিত ছিলেন জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের অতিরিক্ত পরিচালক মঞ্জুরুল আহসান, অতিরিক্ত পরিচালক নজরুল ইসলাম,জেলা শিশু বিষয়ক কর্মকর্তা বাদল চন্দ্র বর্মণ, জেলা তথ্য অফিসার মোঃ আনোয়ার হোসেন প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে জাতীয় গণমাধ্যম ইনস্ট্রিটিউটের মহাপরিচালক মো. রফিকুজ্জামান বলেন, হাওরের জেলা সুনামগঞ্জে শিশুদের সুরক্ষার মাধ্যমে তাদের বেড়ে উঠা,নারী নির্যাতন রোধসহ তাদের রাষ্ট্রিয় কাজে অংশগ্রহন নিশ্চিত করতে এবং তাদের সচেতনতা বৃদ্ধিসহ সকল সুযোগ সুবিধা প্রদানে গণমাধ্যমকর্মীদের ভূমিকা জোড়ালো করা দরকার।
একটি রাষ্ট্রের সার্বিক উন্নয়নে গণমাধ্যমকর্মীরা ব্যাপক অবদান রেখে চলেছেন পাশাপাশি হাওরের এই জেলার বর্তমান প্রেক্ষাপট ফসল রক্ষা বাধঁ নির্মাণে একটু সচেতন হলেই কেবল টেকসই বাধঁ নির্মাণের কারণে কৃষকদের একমাত্র কষ্টার্জিত বোরো ফসল নির্বিঘ্নে ঘরে তোলা সম্ভব বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
এবিএন/অরুন চক্রবর্তী/জসিম/এমসি