![সুনামগঞ্জে মাদক নিয়ন্ত্রণ বিষয়ক প্রেস কনফারেন্স](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/03/01/press_abenws_128116.jpg)
সুনামগঞ্জ, ০১ মার্চ, এবিনিউজ : সুনামগঞ্জে জেলা তথ্য অফিসের ব্যাবস্থাপনায় মাদক নিয়ন্ত্রক বিষয়ক প্রেস কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল ১১টায় জেলা তথ্য অফিসের ব্যাবস্থাপনায় ও মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অফিস এর সহযোগিতায় পুরাতন শিল্পকলা একাডেমী মিলনায়তনে গণমাধ্যম কর্মীদের নিয়ে এ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন জেলা তথ্য অফিসার মোঃ আনেয়ার হোসেন। এ সময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিভিল সার্জন আশুতোষ দাস।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সুনামগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক অধ্যক্ষ শেরগুল আহমেদ, রিপোর্টার ইউনিটির সভাপতি লতিফুর রহমান রাজু, মাদকদ্রব্য নিয়ন্ত্রন কার্যালয়ের উপ-পরিচালক জাকির হোসেন, জেলা মাদক দব্য নিয়ন্ত্রন কর্মকর্তা সাজিদুল হাসান প্রমুখ।
এবিএন/অরুন চক্রবর্তী/জসিম/এমসি