সুনামগঞ্জ, ০১ মার্চ, এবিনিউজ : সুনামগঞ্জ পুলিশ সুপারের উদ্যোগে মেমোরিয়াল ডে উদযাপিত। আজ বৃহস্পতিবার সুনামগঞ্জ পুলিশ লাইন মিলনায়তনে পুলিশ সুপারের উদ্যোগে কর্তব্যকাজে নিয়োজিত নিহত পুলিশ কর্মকর্তাদের স্মরণে আলোচনা অনুষ্ঠিত হয়েছে।
এ সময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পুলিশ সুপার বরকত উল্লাহ খান।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- সুনামগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক অধ্যক্ষ শেরগুল আহমেদ, রিপোর্টার ইউনিটির সভাপতি লতিফুর রহমান রাজু।
আলোচনা সভা পূর্বে নিহত পুলিশদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন পুলিশ লাইন মসজিদের ইমাম মাও. নুরুজ্জামান।
এবিএন/অরুন চক্রবর্তী/জসিম/এমসি