কাউখালী, ০১ মার্চ, এবিনিউজ : পিরোজপুরের কাউখালীতে আজ বুধবার বিকালে উপজেলা মৎস্য অধিদপ্তর ও নৌ-পুলিশের যৌথ উদ্যোগে উপেজেলার সন্ধ্যা, কঁচা ও কালিগঙ্গা নদী থেকে অভিযান চালিয়ে প্রায় ২৫ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়। যার আনুমানিক বাজার মূল্য ৫ লক্ষ টাকা।
পরে উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ জাকির হোসেনের উপস্থিতিতে জব্দ কৃত কারেন্ট জাল কাউখালীর সদর ঘাট সংলগ্ন মাঠে আগুনে পুড়িয়ে তা ধ্বংস করা হয়। এসময় উপস্থিত ছিলেন নৌ-পুলিশ ফাড়ির ইনচার্জ মোঃ আকবর হোসেন।
এবিএন/সৈয়দ বশির আহম্মেদ/জসিম/রাজ্জাক