সিরাজগঞ্জ, ০১ মার্চ, এবিনিউজ : সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার নিমগাছি-শালিয়াগাড়ী সড়কের শালিয়াগাড়ী ব্রিজের সন্নিকটে ট্রাকের চাপায় মোটরসাইকেল আরোহী সঞ্জয় কুমার মাহাত (২৫) নিহত হয়েছেন। সে পাশ্ববর্তী তাড়াশ উপজেলার দত্তবাড়ী গ্রামের সচিন কুমার মাহাতর ছেলে।
পুলিশ জানায়, স্থানীয় নিমগাছি বাজার থেকে সন্ধায় মোটরসাইকেলযোগে সঞ্জয় শালিয়াগাড়ী বাজারে যাওয়ার পথে উল্লেখিত স্থানে বিপরীত দিক থেকে আসা মাটি ভর্তি একটি ট্রাকের চাপায় ঘটনাস্থলেই নিহত হন। এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় মামলা হয়েছে।
এবিএন/এস,এম তফিজ উদ্দিন/জসিম/রাজ্জাক