রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২
logo
  • হোম
  • সারাদেশ
  • নরসিংদীতে মাদকের অপব্যবহার বিরোধী তথ্য অভিযান শুরু উপলক্ষে সংবাদ সম্মেলন

নরসিংদীতে মাদকের অপব্যবহার বিরোধী তথ্য অভিযান শুরু উপলক্ষে সংবাদ সম্মেলন

নরসিংদীতে মাদকের অপব্যবহার বিরোধী তথ্য অভিযান শুরু উপলক্ষে সংবাদ সম্মেলন

নরসিংদী, ০১ মার্চ, এবিনিউজ : ‘জীবনকে ভালবাসুন, মাদক থেকে দূরে থাকুন’ এই স্লোগানকে সামনে রেখে নরসিংদীতে মাদকের অপব্যবহার বিরোধী তথ্য অভিযান শুরু উপলক্ষে সংবাদ সম্মেলন করেছে জেলা তথ্য অফিস। আজ বৃহস্পতিবার দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এই সংবাদ সম্মেলন করা হয়।

সংবাদ সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক ড. সুভাষ চন্দ্র বিশ্বাস। জেলা তথ্য অফিসার নাসিমা খাতুন এর সভাপতিত্বে সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন, জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয়ের সহকারি পরিচালক মো: মোস্তাফিজুর রহমান, সিআইপি মো: মোশাররফ হোসেন।

এসময় জেলার প্রায় অর্ধশত ইলেক্ট্রনিক্স ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন। সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, সংবাদপত্র ও টেলিভিশনে মাদক বিরোধী বিজ্ঞাপন ও সংবাদ প্রচার করার মাধ্যমে সবাইকে সচেতন করতে পারলে মাদকাশক্তের পরিমান কমানো সম্ভব।

এবিএন/সুমন রায়/জসিম/রাজ্জাক

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত