বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১ ফাল্গুন ১৪৩১
logo

ঝিনাইদহে পুলিশ মেমোরিয়াল দিবস পালিত

ঝিনাইদহে পুলিশ মেমোরিয়াল দিবস পালিত

ঝিনাইদহ, ০১ মার্চ, এবিনিউজ : ঝিনাইদহে দায়িত্বপালন অবস্থায় নিহত পুলিশ সদস্যদের স্মরণে মেমোরিয়াল ডে পালিত হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে ঝিনাইদহ পুলিশ লাইনস’এ এ উপলক্ষে নানা কর্মসূচী পালন করা হয়। শুরুতে নিহত পুলিশ সদস্যদের স্মরণে নির্মিত স্মৃতি স্তম্ভে পুষ্পমাল্য দেওয়া হয়। এসময় দাঁড়িয়ে এক মিনিট নিরবতা পালন শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ঝিনাইদহে পুলিশ মেমোরিয়াল দিবস পালিত

আলোচনা সভায় বক্তব্য রাখেন- ঝিনাইদহের পুলিশ সুপার মিজানুর রহমান, পুলিশ হেডকোয়াটার্সের পুলিশ সুপার নেছার উদ্দিন, অতিরিক্ত পুলিশ সুপার মমিনুল করিম, খুলনা রেঞ্জ অফিসের অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল কাদের বেগ, ঝিনাইদহের সহকারী পুলিশ সুপার ফারজিনা নাসরিন, জেলা বিশেষ শাখার ওসি মীর শরিফুল হক। অনুষ্ঠান পরিচালনা করেন ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার আজবাহার আলী শেখ। পরে পুলিশের পক্ষ থেকে নিহতদের পরিবারকে ক্রেষ্ট ও উপহার সামগ্রী প্রদান করা হয়।

এবিএন/যবনিকা/জসিম/রাজ্জাক

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত