![নাসিরনগরে মহান স্বাধীনতা দিবস পালন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/03/01/sova_abnews_128143.jpg)
নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া), ০১ মার্চ, এবিনিউজ : ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৯তম জন্মদিন এবং মহান স্বাধীনতা ও জাতীয় দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপন উপলক্ষে এক সভা অনুষ্ঠিত হয়।
আজ বৃহস্পতিবার সকাল ১১ ঘটিকায় সরকারি কর্মসূচির সাথে সংগতি রেখে বিভিন্ন কর্মসূচি প্রণয়ন ও বাস্তবায়নের লক্ষ্যে উপজেলা নির্বাহী কর্মকর্তার অফিস কক্ষে নির্বাহী কর্মকর্তা বি.এম.মশিউর রহমানের সভাপতিত্বে প্রস্তুতিমূলক সভাটি অনুষ্টিত হয়।
সভায় উপস্হিত ছিলেন- উপজেলা চেয়ারম্যান ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ.টি.এম মনিরুজ্জামান সরকার, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) উম্মে সালমা, উপজেলা মৎস্য কর্মকর্তা, অফিসার ইনচার্জ তদন্ত রঞ্জন পাল, উপজেলা মাধ্যমিক কর্মকর্তা মাসুদুর রহমান, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা উম্মে সালমা, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, মুক্তিযোদ্ধা, শিক্ষক, সাংবাদিক, সোনালী ব্যাংক ম্যানেজার কাজী সারোয়ার আহম্মেদ, বিভিন্ন এনজিও প্রতিনিধি ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এবিএন/আব্দুল হান্নান/জসিম/এমসি