শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ২ ফাল্গুন ১৪৩১
logo

তিতাসে গাছ কাটাকে কেন্দ্র করে সংঘর্ষে আহত ২

তিতাসে গাছ কাটাকে কেন্দ্র করে সংঘর্ষে আহত ২

তিতাস (কুমিল্লা), ০১ মার্চ, এবিনিউজ : কুমিল্লার তিতাস উপজেলায় পূর্ব শত্রুতার জেরে গাছ কাটাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এসময় দুইজন আহত হয়েেেছ।

আজ বৃহস্পতিবার দুপুরে উপজেলার পোড়াকান্দি গ্রামের মৃত আবদুর সাত্তার সরকারের বাড়ীতে। আহতদেরকে স্থানীয়রা উদ্ধার করে তিতাস উপজেলা স্বাস্থ্য কমপেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেছে।

আহতরা হলো- রুবি বেগম (৫৫) ও তার নাতি উজ্জল সরকার (১৭)।

স্থানীয় সুত্রে জানা যায়, রুবি বেগমের সাথে প্রতিবেশী মোসলেম মিয়ার পরিবারের সাথে দীর্ঘদিন ধরে মামলা মোকদ্দমা চলে আসছে। তারই জের ধরে আজ রুবি বেগম তার নিজ বাড়ীর গাছ কাটার সময় প্রতিবেশী মোসলেম মিয়ার ছেলে নাজিম, রাজ্জাক, সাগর, মেয়ে মনা বেগমসহ অজ্ঞাত আরো ৭/৮ জন দলবদ্ধ হয়ে অতর্কিত হামলা করে।

এসময় হামলা কারীরা রুবি বেগমের গলায় থাকা দুই ভরি ওজনের একটি চেইন ও হাতে থাকা এক ভরি ওজনের একটি ব্যাসলেট এবং উজ্জল সরকারের হাতে থাকা একটি আইফোন নিয়ে যায় বলে আহতদের পরিবারের সদস্যরা জানান।

এ ঘটনায় তিতাস থানায় মামলার প্রস্তুতি চলছে।

এবিএন/কবির হোসেন/জসিম/এমসি

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত