![ফরিদপুরে শাওমির দ্বিতীয় অথরাইজড ফ্ল্যাগশিপ স্টোরের উদ্বোধন](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/03/01/opening_abnews_128148.jpg)
ফরিদপুর, ০১ মার্চ, এবিনিউজ : ফরিদপুরে চালু হলো বাংলাদেশে শাওমির দ্বিতীয় অথরাইজড ফ্ল্যাগশিপ স্টোর। আজ বৃহস্পতিবার বিকেলে স্টোরটির উদ্বোধন করেন বাংলাদেশে শাওমির ন্যাশনাল ডিস্ট্রিবিউটর সোলার ইলেক্ট্রো বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ড. মো. মজিবর রহমান।
এ সময় উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা শামচুদ্দিন মোল্যা, দেওয়ান কানন।
উদ্বোধন উপলক্ষে এই স্টোর থেকে স্মার্টফোনসহ যেকোনও পণ্য কিনলেই গ্রাহকরা পাবেন দারুণ সব উপহার। শাওমির ফ্ল্যাগশিপ স্টোরে স্মার্টফোনের পাশাপাশি হোম অ্যাপ্লায়েন্স, লাইফস্টাইল ইত্যাদি সব ধরনের পণ্যই পাবেন গ্রাহকরা।
শাওমির এই অথরাইজড ফ্ল্যাগশিপ স্টোর চালু হওয়ায় আকর্ষণীয় সব ফোন কিনতে এই এলাকার বাসিন্দাদের আর বাইরে যেতে হবে না। হাতের নাগালে স্মার্টফোন কেনাসহ শাওমি প্রদত্ত সব ধরনের সেবা ভোগ করতে পারবেন তারা। এখান থেকে স্মার্টফোন কিনলে ওয়ারেন্টি নেওয়ার সময় কোনো ভোগান্তি থাকবেনা। ফোনে যেকোনও সমস্যা হলে আপনার কাছের ফ্ল্যাগশিপ স্টোরে যোগাযোগ করে সমস্যার কথা বলুন, বাকি কাজ করবে কর্তৃপক্ষ।
শহরে আগে শাওমির কোনো অথরাইজড স্টোর না থাকায় এখানকার অনেকেই অবৈধপথে আসা ওয়ারেন্টিহীন শাওমি ফোন কিনে প্রতারিত হয়েছেন। আর কোনো গ্রাহক যেন এমন প্রতারণার শিকার না হন, সে লক্ষ্যে নিয়ে ফরিদপুরে ফ্ল্যাগশিপ স্টোর চালু করা হলো।
ফরিদপুর ফ্ল্যাগশিপ স্টোর চালু হওয়া প্রসঙ্গে বাংলাদেশে শাওমির ন্যাশনাল ডিস্ট্রিবিউটর সোলার ইলেক্ট্রো বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ড. মো. মজিবর রহমান বলেন, আমি এই এলাকার সন্তান। এখানকার মানুষ যেন হাতের নাগালে শাওমির সব সেবা পায় সে লক্ষ্যেই ফ্ল্যাগশিপ স্টোর চালু করা হলো। আশা করি ফরিদপুরের সবাই এর সুফল পাবে।
ফ্ল্যাগশিপ স্টোর প্রসঙ্গে প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী দেওয়ান কানন বলেন, সারাদেশের সব মানুষের কাছে শাওমির সেবা পৌঁছে দিতে ধারাবাহিকভাবে অথরাইজড মি-স্টোর ও নিদির্ষ্ট কিছু জায়গায় ফ্ল্যাগশিপ স্টোর চালু করা হচ্ছে। তারই অংশ হিসেবে ফরিদপুরে ফ্ল্যাগশিপ স্টোর চালু করেছি আমরা। ঢাকায় যমুনা ফিউচার পার্কের পর শুধু ফরিদপুরেই শাওমির এমন স্টোর চালু করা হলো।
এবিএন/কে. এম. রুবেল/জসিম/এমসি