![বেনাপোল সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় কসমেটিক্স ও ইমিটেশন উদ্ধার](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/03/01/jobdo_abnews_128152.jpg)
বেনাপোল (যশোর), ০১ মার্চ, এবিনিউজ : বেনাপোল সীমান্ত থেকে বিপুল পরিমাণ ভারতীয় কসমেটিক্স ও ইমিটেশন উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।
গতকাল বৃহস্পতিবার সকালে বেনাপোল সীমান্তবর্তী বড়আঁচড়া এলাকা থেকে পরিত্যাক্ত অবস্থায় এসব মালামাল উদ্ধার করে বিজিবি সদস্যরা। তবে এ সময় চোরাচালানী চক্রের কোনো সদস্যকে আটক করতে পারেনি বিজিবি সদস্যরা।
৪৯ বিজিবি ব্যাটেলিয়ন চেকপোস্ট আইসিপি ক্যাম্পের কমান্ডার সুবেদার আব্দুল ওয়াহাব জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, ভারত থেকে পাচার হয়ে আসা বিপুল পরিমান কসমেটিক্স ও ইমিটেশনের একটি চালান নিয়ে চোরাচালানীরা সীমান্তের বড়আঁচড়া গ্রামের মাঠে অবস্থান করছে। এমন সময় সেখানে অভিযান চালালে চোরাচালানীরা বিজিবির উপস্তিতি টের পেয়ে কয়েকটি বস্তা ফেলে পালিয়ে যায়।
পরে বস্তাগুলো ক্যাম্পে এনে তার ভিতরে বিপুল পরিমাণ ভারতীয় কসমোটিক্স ও ইমিটেশন সামগ্রী পাওয়া যায়।
উদ্ধারকৃত পণ্যের আনুমানিক মুল্য প্রায় ১৪ লক্ষ টাকা।
এবিএন/ইয়ানূর রহমান/জসিম/এমসি