
ঝিনাইদহ, ০১ মার্চ, এবিনিউজ : আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ বলেছেন, বিএনপির অধিকাংশ নেতাকর্মীরা চায় খালেদা জিয়া কারাগারে থাকুক। তারা চায় খালেদা জিয়াকে রাজনীতি থেকে দুরে রাখতে চায়। বিএনপির মহাসচিবসহ নেতৃবৃন্দ বলছেন, খালেদা জিয়া কারাগারে যাওয়ার পর নাকি বিএনপির জনপ্রিয়তা জোরদার হয়েছে। প্রতিদিন নাকি ১০ লাখ ভোট বাড়ছে। এগুলো বলার অর্থ হচ্ছে বিএনপি নেত্রী কারাগারে থাকুক আর বিএনপির জনপ্রিয়তা বৃদ্ধি পাক। তাদের এই মনোভাব।
আজ বৃহস্পতিবার দুপুরে ঝিনাইদহ পৌর আওয়ামী লীগের সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।