![কালিহাতীতে পৌর স্বেচ্ছাসেবক লীগের আনন্দ মিছিল](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/03/01/rally_abnews_128161.jpg)
টাঙ্গাইল, ০১ মার্চ, এবিনিউজ : টাঙ্গাইলের কালিহাতী উপজেলা পৌর স্বেচ্ছাসেবক লীগের কমিটি হওয়ায় আজ বৃহস্পতিবার বিকেলে আনন্দ মিছিল বের করে নব গঠিত কমিটির নেতাকর্মীরা।
আনন্দ মিছিলটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা আওয়ামী লীগ অফিসের সামনে সংক্ষিপ্ত সমাবেশের আয়োজন করেন।
প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদৈর চেয়ারম্যান মোজহারুল ইসলাম তালুকদার।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনছার আলী বিকম। এসময় উপস্থিত ছিলেন, পৌর আওয়ামী লীগের সভাপতি আব্দুল মালেক তালুকদার, উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক মনিরুজ্জামান মনির, যুগ্ম-আহ্বায়ক নাহিদুল ইসলাম পলাশ সিদ্দিকী।
নব গঠিত কালিহাতীর পৌর স্বেচ্ছোসেবক লীগের কমিটির সভাপতি মাছুদ রানা, সাধারণ সম্পাদক মাহবুব হাসান বেনী, সহ-সভাপতি শাকিল আহম্মেদ রাজন, মনির হোসেন, কামরুল ইসলাম, বিকাশ ঘোষ, খালেদুর রহমান সিদ্দিকী অলক, যুগ্ম-সাধারণ সম্পাদক হাসান মাহমুদ, শামীম হোসেন, সাংগঠনিক সম্পাদক হৃদয়, সাইফুল ইসলাম, আমিন সবুজ, দপ্তর সম্পাদক সাইদুল ইসলাম, সহ-দপ্তর সম্পাদক লাল মিয়া।
আরো কমিটিতে রয়েছে- প্রচার সম্পাদক পঙ্কজ ঘোষ, সহ-প্রচার সম্পাদক মাহফুজ আলী, গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক অমূল্য ঘোষ, সহ- গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক সোহেল রানা, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক হারুন মিয়া, সহ-স্বাস্থ্য বিষয়ক সম্পাদক শাহ আলম, যুব ও ক্রিয়া সম্পাদক মমিনুল ইসলাম মমিন ও সহ-যুব ও ক্রিয়া সম্পাদক লিমন মিয়াসহ ৬১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে।
এবিএন/তারেক আহমেদ/জসিম/এমসি