বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১ ফাল্গুন ১৪৩১
logo
  • হোম
  • সারাদেশ
  • ঝিনাইদহে জাতীয় পার্টির দুই হাজার নেতাকর্মীর আওয়ামী লীগে যোগদান

ঝিনাইদহে জাতীয় পার্টির দুই হাজার নেতাকর্মীর আওয়ামী লীগে যোগদান

ঝিনাইদহে জাতীয় পার্টির দুই হাজার নেতাকর্মীর আওয়ামী লীগে যোগদান

ঝিনাইদহ, ০১ মার্চ, এবিনিউজ : জাতীয় পার্টির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ড. এম হারুন অর রশিদ প্রায় ২ হাজার নেতাকর্মী নিয়ে আওয়ামী লীগে যোগদান করেছেন।

আজ বৃহস্পতিবার ঝিনাইদহ শহরের উজির আলী স্কুল এন্ড কলেজ মাঠে পৌর আওয়ামী লীগের সম্মেলনের প্রধান অতিথি আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য কাজী জাফর উল্লাহর হাতে ফুল দিয়ে তারা যোগদান করেন।

তার সাথে অন্যান্য যোগদানকারীদের মধ্যে রয়েছেন- জাতীয় পার্টির জেলা জাতীয় পার্টির সহ-সভাপতি রেজাউল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আফাঙ্গীর হোসেন, মো. রফিকুল ইসলাম বিদ্যুৎ, দপ্তর সম্পাদক দেবদাস কুমার মজুমদার ও পৌর জাতীয় পার্টির সভাপতি মো. জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক মোতাহার হোসেন জোয়ার্দ্দার, মো. লাভলু মিয়া, মো. হাফিজুর রহমান (লিটু), মো. আব্দুল লতিফ, মো. রহমত আলী, শ্রী অশোক সরকার, মো. তৌহিদুজ্জামান, মো. নাজমুল হোসেন সহ জেলা, উপজেলা ও পৌর কমিটির প্রায় ২০০০ নেতা-কর্মী বাংলাদেশ আওয়ামী লীগে যোগদান করছেন।

এছাড়াও জেলা বিএনপি নেতা ও সাবেক কমিশনার ওবায়দুল রহমান, বিএনপি নেতা আব্দুল মান্নান এবং পৌর বিএনপি নেতা মো. সোলাইমান হোসেনের নেতৃত্বে প্রায় ৫০০ জন নেতা-কর্মী যোগদান করছেন।

সম্মেলনে জেলা বাস-মিনিবাস মালিক সমিতির সভাপতি রোকনুজ্জামান রানুর সাথেও বিএনপির বেশ কয়েকজন নেতা-কর্মী আওয়ামী লীগে যোগদান করেন।

এবিএন/যবনিকা/জসিম/এমসি

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত